রাজনীতি থেকে কেন নিজেকে সরিয়ে নিয়েছেন সৌরভ
Published: 22nd, June 2025 GMT
টিভি সিরিয়াল থেকে শুরু করে ওটিটি। এক সময় একচেটিয়া প্রায় সব সিরিজেই যেত সৌরভ দাসকে। বিশেষ করে মন্টু চরিত্রটি তাকে খ্যাতি এনে দিয়েছে। ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করে পা দিয়েছেন বড় পর্দায়। অভিনয়ের ফাঁকে রাজনীতিতে সরব তিনি। তবে এখন তিনি সেখান থেকে অনেকটাই সড়ে এসেছেন। বুঝেছেন রাজনীতি তাকে দিয়ে হবে না।
ভারতীয় গণমাধমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ দাস বলেন, ‘২০২১ সালে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তারপর বিধানসভা, লোকসভা ভোট মিলিয়ে তিন থেকে চার বার আমি প্রচারে গিয়েছি। সেখানে কোনও টাকাপয়সার লেনদেন ছিল না। দলে যোগ দিয়েই বুঝে গিয়েছিলাম রাজনীতি আমার দ্বারা হবে না। কিছুই বুঝি না। রাজনীতিতে থাকতে গেলে চামড়া মোটা করতে হবে। সেটা বুঝেছিলাম। তবে এখন একেবারেই রাজনীতিতে থাকতে চাই না আমি।’
সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর ছবিতে কাজ করছেন সৌরভ। এই নির্মাতার ছবিতে যারা অভিনয় করেন ধরে নেওয়া হয় বেশির ভাগ অভিনেতাই বিজেপি মতাদর্শে বিশ্বাসী। সে ক্ষেত্রে সৌরভ আলাদা জায়গা পেয়েছেন।
সৌরভ বলেন, ‘যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি ভাবি না। ছবিতে যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি তা খুব লোভনীয়। তাই রাজি হয়েছি। এটা আমার কাছে পরিষ্কার। কারণ, এই ছবিতে অভিনয় করে যে খুব বেশি পারিশ্রমিক পেয়েছি তা নয়। নিজের চরিত্র ছাড়া ছবির বিষয়বস্তু সম্পর্কে আমার কোনও ধারণা নেই। হতে পারে পরিচালকের বিরুদ্ধে কোনও দল আছে। হতে পারে ‘প্রোপাগান্ডা’ ছবি বলে কারও ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু সবটাই তো তারা ছবির নিরিখে দেখছেন। আমার চরিত্র কোনও দলকে গালিগালাজ করছে না। আমি নিজের চরিত্র নিয়ে আত্মবিশ্বাসী।’
সম্প্রতি স্ত্রী দর্শনা বনিকের মা হওয়া নিয়ে আলোচনা চলছে টালিউজ জুড়ে। সে বিষয়টি পরিস্কারও করেছে সৌরভ দাস। তার ভাষ্য, ‘বিষয়টি আমি দর্শনার থেকে শুনেছি। শোনার পর আকাশ থেকে পড়েছি। এখন এমন কোনও পরিকল্পনাই আমাদের নেই। দর্শনাকে বিয়ের আগেই বলেছিলাম আমায় বিয়ে করলে জীবনে কিন্তু অনেক বিতর্ক তৈরি হবে। এখন এসব গায়ে মাখি না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’
ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’
গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি।
খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা/ইয়াসিন