জুলাই সনদ ঘোষণার প্রতিশ্রুতি বাস্তবায়নে মাত্র ৩ কার্যদিবস আগেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জুলাই যোদ্ধা সংসদ। তারা সরকারের প্রতি প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সরকার প্রতিশ্রুতি পালন না করলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

রোববার রাজধানীর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গেটের সামনে সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আরমান হোসেন শাফিন। উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র মুশফিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যে ৩০ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করেছিল, তা শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি। অথচ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়। সরকারের পক্ষ থেকে তাদের স্পষ্টভাবে জানানো হয়েছিল– জুলাই মাসের মধ্যেই এই সনদ ঘোষণা করা হবে। তারা সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে নিজেদের অবস্থান কর্মসূচি স্থগিতও করেন। কিন্তু বারবার সময়ক্ষেপণ ও অজানা অনিশ্চয়তা তাদের শঙ্কিত করে তুলছে।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, দ্রুততম সময়ে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ও ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই যেন ‘জুলাই সনদ’ দেওয়া নিশ্চিত হয়। সরকার যেন বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। 

সংগঠনের আহ্বায়ক আরমান হোসেন শাফিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দেরি বা জটিলতা সৃষ্টি হয়, তবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আরও কার্যকর কর্মসূচি দিতে প্রস্তুত আছি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই গণহত য জ ল ই সনদ ই সনদ সরক র

এছাড়াও পড়ুন:

আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, টের পেয়ে উদ্ধার করল এলাকাবাসী

চাঁদপুরের ফরিদগঞ্জের বিয়ের কথা বলে ঢাকা থেকে নিয়ে এসে এক তরুণীকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কের সূত্রে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের বাসিন্দা মামুন পাটোয়ারী (৪৪) ৫ আগস্ট রাজধানী থেকে এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে মামুন ও তাঁর দুই সহযোগী ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে মামুন আরও দুই দিন ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার ও মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটোয়ারী (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, অন্য অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ