দলবদলের বাজারে ভালোই আলোড়ন তুলেছে লিভারপুল। গ্রীষ্মকালীন দলবদলে ২০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি ব্যয় করে তিনজনকে দলে ভিড়িয়েছে তারা। এর মধ্যে ফ্লোরিন উইর্টজকে রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছে। কদিনের মধ্যে আরও একটি বিগ সাইনিং দেখা যেতে পারে। ভাঙতে পারে উইর্টজের ট্রান্সফার রেকর্ডও। নিউক্যাসলের সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাককে দলে টানতে তিন অঙ্কের প্রস্তাব দিতে যাচ্ছে লিভারপুল। শুধু তাই নয়, ক্রিস্টাল প্যালেসের তারকা সেন্টারব্যাক মার্ক গুয়েহিও নাকি লিভারপুলে আসছেন। তাই আগামী মৌসুমে আরও শক্তিশালী চেহারায় দেখা যাবে লিভারপুলকে।
তবে ইসাকের জন্য প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড দাম হেঁকেছে নিউক্যাসল। ২৫ বছর বয়সী এ স্ট্রাইকারের এজেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে লিভারপুল। অলরেডদের জন্য ইতিবাচক বিষয় হলো ইসাক লিভারপুলে আসতে আগ্রহী। আর ডারউইন নুনেজকে নিতে চাইছে ন্যাপোলি। উরুগুইয়ান স্ট্রাইকারকে বিক্রি করতে পারলে ইসাককে দলে টানার পথটা মসৃণ হয়ে যাবে লিভারপুলের। রেকর্ড ট্রান্সফার ফিতে ফ্লোরিয়ান উইর্টজকে এক সপ্তাহ আগে নিশ্চিত করে অলরেডরা। গত শুক্রবার কাগজপত্রে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে অলরেড হয়েছেন এ জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। তাঁকে স্বাক্ষর করানোর দিনে বোর্নমাউথ থেকে উইংব্যাক মিলোস কেরকেজকেও নিশ্চিত করেছে লিভারপুল।
এর আগে লেভারকুজেন থেকে আরেক উইংব্যাক জেরেমি ফ্রিমপংকে দলে টেনেছে তারা। ফলে আগামী মৌসুমে দুই নতুন উইংব্যাক দেখা যাবে দলে। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টি আগেভাগে নিশ্চিত হওয়ায় তারা দ্রুতই ডাচ ডিফেন্ডার ফ্রিমপংকে দলে ভেড়ায়। বোর্নমাউথ থেকে হাঙ্গেরিয়ান ডিফেন্ডার কেরকেজকে দলে টানার গুঞ্জনও বেশ কিছু দিন ধরে চলছিল। তাঁর আসার খবরেই আরনল্ডের দীর্ঘদিনের সঙ্গী রবার্টসনও চলে যেতে চাইছেন। অ্যাতলেটিকো মাদ্রিদে যেতে পারেন তিনি। তরুণ ডিফেন্ডার জারেল কোয়েনশাও দল ছাড়তে পারেন। যেতে পারেন লেভারকুজেনে। আরেক সেন্টারব্যাক ইব্রাহিম কোনাতের দিকেও নাকি নজর পড়েছে রিয়াল মাদ্রিদের। এসব বিবেচনায় মার্ক গুয়েহিকে দলে টানতে চাইছে লিভারপুল।
বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবকে টেক্কা দিয়ে উইর্টজকে দলে টেনে সবাইকে চমকে দিয়েছেন লিভারপুল বস আর্নে স্লট। কারণ ২২ বছর বয়সী এ জার্মান প্লেমেকার লম্বা রেসের ঘোড়া। অনেকের মতে, ব্যালন ডি’অর জেতার সামর্থ্যও রয়েছে তাঁর। উইর্টজ অবশ্য এত কিছু নিয়ে ভাবছেন না। শুধু লিভারপুলের হয়ে ম্যাচ জিততে চান তিনি, ‘সত্যিই আমি খুব খুশি, ভীষণ গর্বিতও। অবশেষে এটা হলো, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সামনের নতুন অভিযান নিয়ে আমি রোমাঞ্চিত। আমার ক্লাব পরিবর্তনের ভাবনায় এটাও বড় একটা ব্যাপার ছিল, বুন্দেসলিগা থেকে প্রিমিয়ার লিগে আসা এবং পুরোপুরি নতুন করে পথচলা শুরু করা।’
লিভারপুলের মাঝমাঠ এমনিতেই বেশ শক্তিশালী। তাঁকে নিয়ে আরও সৃষ্টিশীল ও ধারালো হবে অলরেডরা। উইর্টজও ক্লাবকে নিয়ে যেতে চান নতুন উচ্চতায়, ‘আমার তো ভালো লাগবে প্রতিবছরই জিততে পারলে। তবে সবকিছুর আগে নিজেদের কাজ করতে হবে। দিন শেষে আমরা সাফল্য চাই। গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে এ ক্লাব। সামনে মৌসুমে তা ধরে রাখতে চাইব এবং চ্যাম্পিয়ন্স লিগে চাইব আরও এগিয়ে যেতে। আমি সত্যিই উচ্চাকাঙ্ক্ষী!’
.উৎস: Samakal
কীওয়ার্ড: অলর ড
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দোন্নারুম্মা কি পিএসজি ছাড়ছেন
পিএসজি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম ‘দ্য প্যারিসিয়ান’ জানিয়েছে, বুধবার রাতে উয়েফা সুপার কাপের স্কোয়াড থেকে জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বাদ দিয়েছে পিএসজি। ইউরোপের আরও কিছু সংবাদমাধ্যম এবং দলবদলের খবরের জন্য বিশ্বস্ততা কুড়ানো ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও একই খবর জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ায় দোন্নারুম্মার পিএসজি ছেড়ে যাওয়া নিশ্চিত। রোমানোর ভাষায় এই সম্ভাবনা ‘১০০%’।
আরও পড়ুনঅবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর ৪৬ মিনিট আগেইতালিতে উদিনেসের মাঠ ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে পিএসজি। মেইল অনলাইন জানিয়েছে, সুপার কাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর পিএসজির সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক একেবারেই ভেঙে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি সই না করে এখন ক্লাব ছাড়বেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ইতালিয়ান এই গোলকিপারকে কিনতে আগ্রহী।
পিএসজির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ জেতেন দোন্নারুম্মা। তাঁর পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও পিএসজিতে চুক্তি নবায়ন করবেন না দোন্নারুম্মা। দলবদলের এই উইন্ডোতেই তাঁর পরবর্তী ঠিকানা হতে পারে প্রিমিয়ার লিগের কোনো ক্লাব।
তবে আরএমসি স্পোর্ট জানিয়েছে, নিজের পছন্দমতো ক্লাব পেলেই কেবল চলতি দলবদলের মৌসুমে ফরাসি ক্লাবটি ছাড়বেন ২৬ বছর বয়সী এ গোলকিপার। নইলে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থেকে যেতে পারেন। মেইল অনলাইনের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দোন্নারুম্মাকে কিনতে আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দাম প্রস্তাব করেনি ক্লাব দুটি।
আরও পড়ুনবিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল১১ ঘণ্টা আগেদোন্নারুম্মা নতুন চুক্তিতে অসম্মতি জানানোর পর তাঁর সঙ্গে পিএসজির সম্পর্ক ভেঙে গেছে বলে জানিয়েছে ইউরোপের সংবাদমাধ্যম। এই দেনদরবার বেশ কিছুদিন ধরে চলার মধে৵ই দোন্নারুম্মার বিকল্পও বের করে ফেলেছে পিএসজি। গত শনিবার লিঁল থেকে ২৩ বছর বয়সী গোলকিপার লুকাস শেভালিয়ারকে দলে ভেড়ায় ক্লাবটি। পাঁচ বছরের চুক্তি করে তাঁকে পোস্টের নিচের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছে পিএসজি।
২০২১ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। ফরাসি ক্লাবটির হয়ে টানা চারবার লিগ জয় ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। সুপার কাপেই পিএসজির পোস্টের নিচে শেভালিয়ারের অভিষেকের সম্ভাবনা বেশি।