ইরানে রেজিম চেঞ্জ (শাসন ব্যবস্থায় বদল) চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ঊর্ধ্বতন অনেকে তার সুরে কথা বলছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। এ অবস্থায় খামেনি তার উত্তরসূরিদের মনোনয়ন দিয়ে রেখেছেন; যাতে তাকে হত্যা করা হলেও নেতৃত্বের শূন্যতা তৈরি না হয়। 

ইরানে শাসন পরিবর্তনে নেতানিয়াহুর মতিগতি ধরে কথা বলেছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) যাচাইকরণ ও নিরাপত্তা নীতি সমন্বয় দপ্তরের সাবেক প্রধান তারিক রউফ। তিনি নেতানিয়াহুকে ইরানে সরকার পতনের চেষ্টার ব্যাপারে গুরুতর সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার (২৩ জুন) আলজাজিরাকে তারিক রউফ বলেছেন, “নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন দেখতে চাইছেন। তিনি ইরানি নেতৃত্বের ওপর বিশ্বাস করেন না। কিন্তু বর্তমান শাসনব্যবস্থার যদি পতন হয়, তাহলে ফলাফল কী হবে, আমরা কেউই তা জানি না।”

আরো পড়ুন:

যুদ্ধ কখনোই গণতন্ত্র নিয়ে আসে না: ইরানের নোবেলজয়ী নার্গিস

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আত্মহত্যা: যুক্তরাষ্ট্র

তিনি আরো বলেন, “আমরা দেখেছি ইরাকে কী ঘটেছিল। আমরা দেখেছি লিবিয়ায় কী ঘটেছিল। তাই বাইরে থেকে কেউই নিশ্চয়তা দিতে পারবে না, একটি প্রতিষ্ঠিত সরকার উৎখাত হলে কে ক্ষমতায় আসবে, পরিস্থিতি কেমন হবে, কিংবা সেখানে গৃহযুদ্ধ শুরু হবে কি না।”

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল

এছাড়াও পড়ুন:

রয়্যাল সোসাইটি অব লিটারেচারের নতুন সভাপতি এলিফ শাফাক

ঔপন্যাসিক এলিফ শাফাক যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অব লিটারেচারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদায়ী সভাপতি বার্নার্দিন ইভারিস্টোর চার বছরের মেয়াদ শেষে তিনি এ দায়িত্ব নিচ্ছেন।

ব্রিটিশ-তুর্কি এই লেখক দ্য আইল্যান্ড অব মিসিং ট্রিস ও দেয়ার আর রিভারস ইন দ্য স্কাইসহ বহু উপন্যাসের রচয়িতা। সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ফেলোদের ভোটে তাঁকে নির্বাচন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়।

এলিফ শাফাক দ্য গার্ডিয়ানকে বলেন, ‘তাঁদের সিদ্ধান্তে আমি আবেগাপ্লুত। আমার কাছে ফেলোশিপ মানে কেবল সংগঠনে যোগ দেওয়া নয়। আমি মনে করি, এর মানে হলো সহযোগিতা, সংহতি ও একসঙ্গে থাকা। আমরা অস্থির ও কঠিন সময় পার করছি। লেখক, গ্রন্থাগারিকসহ সবার সামনে এখন অনেক চ্যালেঞ্জ।’

তাঁর মেয়াদকালে নিজস্ব কিছু পরিকল্পনা থাকলেও এলিফ শাফাক বলেন, ‘প্রথমত, আমি সবার কথা শুনতে চাই। আমার সহলেখক ও কবিদের ভাবনা ও প্রস্তাব জানতে চাই।’

এজিএমে মেয়াদ শেষে সদ্য সাবেক সভাপতি ইভারিস্টো বলেন, ‘শাফাক নির্বাচিত হওয়ায় আমি খুশি। তিনি বিশ্বব্যাপী বেস্টসেলিং লেখক হিসেবে পরিচিত।’

এলিফ শাফাক ২০২০ সাল থেকে রয়্যাল সোসাইটি অব লিটাচারের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২১, যার মধ্যে ১৩টি উপন্যাস। তাঁর লেখা ৫৮টি ভাষায় অনূদিত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল

সম্পর্কিত নিবন্ধ