বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থীরা পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড-২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেন।

শনিবার উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের মোট ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০-এর অধিক দল অংশ নেয়, যেখানে মোট ১২ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিইউবিটির প্রতিনিধিত্বকারী দল ‘টিম বিইউবিটি’ আইডিয়া কম্পিটিশন ও প্রজেক্ট শোকেজ—এই দুটি ক্যাটাগরিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

আইডিয়া কম্পিটিশন বিভাগে বিইউবিটির টিমের সদস্য ছিলেন আবু হুরাইরা আনসারী তানভীর, রাকিবুল হাসান বিজয়, শাখাওয়াত হোসেন ও আসিফ আল আমিন। অপরদিকে প্রজেক্ট শোকেজ বিভাগে টিম বিইউবিটির সদস্যরা ছিলেন শাখাওয়াত হোসেন, সাকিব চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, সাব্বির হোসেন ও সাজেদুল ইসলাম।

বিজয়ী দুটি দলের সদস্যরা বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড.

এ বি এম শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য শিক্ষার্থীদের এ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই অর্জন আমাদের শিক্ষা ও প্রযুক্তি চর্চার মানকে এগিয়ে নেবে এবং আশা করি, ভবিষ্যতে তারা আরও বড় মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’

উল্লেখ্য, এই আন্তর্জাতিক অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও রোবো টেক ভ্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার।

বিইউবিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দিয়ে যাবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউন ভ র স ট ব ইউব ট র

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ