৯৫ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেছেন ২২ বল। ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের বলে এক রান নিয়ে যখন সেঞ্চুরি ছুঁলেন, স্বস্তির একটা নিশ্বাসই যেন ছাড়লেন ঋষভ পন্ত। আগের ইনিংসের মতো এবার অবশ্য আর ডিগবাজি দিয়ে উদ্‌যাপন করেননি। হয়তো পরেরবারের জন্য তুলে রেখেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে আজ টেস্টের চতুর্থ দিনে অনন্য এক কীর্তিই গড়ে ফেললেন পন্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ভারতীয় ব্যাটসম্যান তিনি, বিদেশের মাটিতে পঞ্চম। এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি আছে সুনীল গাভাস্কারের (৩), দুবার আছে রাহুল দ্রাবিড়েও। একবার করে এমন কীর্তি আছে বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মার।

আরও পড়ুনড্রেসিংরুমে ‘সে রকম’ ক্রিকেটারই দেখেন না নাজমুল৫ ঘণ্টা আগে

পন্তের সৌজন্যে ইংল্যান্ডে ভারতের কোনো ব্যাটসম্যান এই প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। তবে ভারতের এই উইকেটকিপার–ব্যাটসম্যান একটা জায়গায় সব ভারতীয়ের চেয়ে আলাদা। এমনকি পুরো ক্রিকেট ইতিহাসেই তাঁর আগে এমন অর্জন ছিল আর একজনের।

উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে এত দিন দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন। এবার তাঁর পাশে বসলেন পন্ত।

পন্তের আগে ভারতের কোনো উইকেটরক্ষক ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন দ ই ইন

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ