ময়মনসিংহে ‘ফাঁদে ফেলে’ প্রবাসীর কাছ থেকে ১৪ হাজার রিয়াল লুটে নেওয়ার মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ৩টার দিকে পুলিশ নগরের মহারাজা রোডের একটি বাসা থেকে রুমা আক্তার (২৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আজ বেলা ৩টার দিকে পুলিশের একটি দল নগরের মহারাজা রোডের ওই বাসায় রুমা আক্তার ও তাঁর স্বামী রকি মিয়াকে আটক করতে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে রকি মিয়া পালিয়ে গেলেও রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তবে লুটে নেওয়া টাকা এখনো উদ্ধার হয়নি।

এর আগে গত শনিবার ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় আটাআনী পুকুরপাড় এলাকায় একটি বাসায় প্রবাসফেরত শওকত হোসেনসহ দুজনকে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে। ফুলবাড়িয়া উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের শওকত হোসেনের অভিযোগ, এক মাস আগে তিনি দেশে আসেন। সেই খবর সংগ্রহ করে রুমা আক্তার মুঠোফোনে সম্পর্ক গড়ে তোলেন। গত শনিবার বিকেলে ওই বাসায় কৌশলে ডেকে নিয়ে ১৪ হাজার রিয়াল (বিদেশি মুদ্রা), ১১ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেয় চক্রটি। ইয়াবা ও নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও রাখা হয়। পরে শওকত হোসেন থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। শনিবার রাতেই পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে খলিলুর রহমান ওরফে সজল মিয়াকে (২৪) আটক করে। এ ঘটনায় থানায় হওয়া মামলায় রুমা আক্তারও এজাহারভুক্ত আসামি।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, স্বামীর প্ররোচনায় রুমা আক্তার এ ধরনের অপরাধ করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। প্রবাসীর কাছ থেকে নেওয়া বিদেশি মুদ্রাগুলো উদ্ধারে এবং রকিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্য এবং এ ধরনের ফাঁদ পেতে মানুষের কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নেওয়া প্রতারক চক্রকে ধরতে অভিযান চলছে।

আরও পড়ুনময়মনসিংহে নারীর ফাঁদে পড়ে ১৪ হাজার রিয়াল খোয়ালেন প্রবাসী, এরপর যা হলো২২ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১৪ হ জ র র য় ল প রব স

এছাড়াও পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো সাতজনে। 

শনিবার (৯ আগস্ট) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন ও শাহজালাল। তাদের মধ্যে শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থেকে এবং সুমনকে বাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

বাড়ির পাশের কবরস্থানে সাংবাদিক তুহিনের দাফন সম্পন্ন

এর আগে, মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন, মো. স্বাধীন ও ফয়সাল হাসানকে গ্রেপ্তার করা হয়। 

সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। 

গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন থাকতেন মহাগরীর চৌরাস্তা এলাকায়। পূর্ব শত্রুতার জেরে পাঁচ-ছয়জন সন্ত্রাসী গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌঁড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। সন্ত্রাসীরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। 

এ ঘটনার কিছুক্ষণ পরেই একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ফুটেজে হত্যার সঙ্গে জড়িতদের দেখা যায়। পরে পুলিশ রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।  

গতকাল শুক্রবার সকালে ওই ঘটনায় নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর থেকেই তাদের গ্রেপ্তারে পুলিশের তিনটি টিম ভিন্ন ভিন্ন এলাকায় অভিযানে নামে। 

উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, “সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেপ্তার করে। গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করে র‌্যাব।”

তিনি আরো বলেন, “আরেক আসামি শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন ও ফয়সালকে বাসন এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।” 

পুলিশের এই কর্মকর্তা বলেন, “তারা প্রত্যেকেই সাংবাদিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তার সঠিক তথ্য বের করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বিপিএলে ফিক্সিং ঠেকাতে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি
  • মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
  • বনানীতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত
  • গাজীপুরে মধ্যরাতে ঘুমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
  • গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
  • সাত সকালে ঢাকায় মুষলধারে বৃষ্টি
  • সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নিন্দা
  • শুক্রবারই মায়ের কাছে এলেন, তবে কফিনবন্দী হয়ে
  • ‘কী অপরাধ আছিন আমার ছেলের, কেন এভাবে মারল’
  • ময়মনসিংহে নবজাতকের মৃত্যুর অভিযোগে বেসরকারি হাসপাতাল বন্ধ, তদন্তে কমিটি