বখে যাওয়া সন্তান চান না বিরাট-আনুশকা
Published: 23rd, June 2025 GMT
দুজনেই বড় তারকা। স্বাভাবিকভাবেই তাঁদের জীবনের সবকিছু নিয়েই সাধারণ্যে একটা বাড়তি আগ্রহ থাকে। তবে নিজেরা প্রচারের আলোতে থাকলেও আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি তা থেকে দূরে রাখছেন সন্তানদের। পারতপক্ষে তাঁদের জনসম্মুখে খুব একটা আনেন না। বড় করতে চাইছেন অন্য সব বাচ্চাদের মতোই।
৪ বছর বয়সী মেয়ে ভামিকা ও ১৫ মাস বয়সী ছেলে আকায়কে কীভাবে বড় করছেন, সেই গল্প এবার সামনে এনেছেন আনুশকা। পেশাদার জীবন, সামনে কীভাবে সন্তানদের দেখাশোনা করেন, তা জানিয়েছেন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে। আনুশকা বলেছেন, তিনি এমন সন্তান গড়ে তুলতে চান, যেন তারা মানুষকে সম্মান করে।
আরও পড়ুনবুমরা ‘কোহিনুর হীরার মতোই মূল্যবান’১ ঘণ্টা আগেআনুশকা বলেছেন, ‘(সন্তান) বড় করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেভাবে তা করবেন, তারা তেমনভাবে দুনিয়াটাকে দেখবে। আমি খুবই প্রগতিশীল এক পরিবার থেকে এসেছি। আমাদের পরিবারে মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা—আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সন্তানেরা যেন মানুষকে সম্মান করে। আপনাকে তা গড়ে দিতে হবে। আমরা চাই না আমাদের সন্তানেরা বখে যাক।’
ক্রিকেট নিয়ে সারা বছরই ব্যস্ত থাকতে হয়েছে কোহলিকে। এখন যদিও ওয়ানডে ছাড়া বাকি দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন। আনুশকারও পেশাদারি জীবনে ব্যস্ততা কম নয়—বছর কয়েক আগেও বলিউডের সবচেয়ে ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন। এখন যদিও নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন।
কীভাবে সন্তান পালনের এই দায়িত্ব ভাগাভাগি করেন? এই প্রশ্নের উত্তরে আনুশকা বলেন, ‘আমরা কখনো এটাকে আলাদা করে বাবা কিংবা মায়ের দায়িত্ব হিসেবে দেখি না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানেরা একটা ভারসাম্যের মধ্য দিয়ে বেড়ে উঠছে কি না, সেটি। এখানে দায়িত্ব ভাগ করে নেওয়ার বিষয় আছে। আমি প্রাথমিক যত্নটা নেই, বিশেষত, প্রথম কয়েক বছর—এটাই বাস্তবতা।’
এরপর দুজনের পেশাদারি জীবনের ভিন্নতার কথাও বলেছেন আনুশকা, ‘আমার তো স্বাধীন পেশা, আমি এই সিদ্ধান্তটা নিতে পারি কখন কাজ করব—বছরে একটা সিনেমা করব না দুইটা। বিরাটকে সারা বছর খেলতে হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো পরিবার হিসেবে আমরা যে সময়টা একসঙ্গে কাটাচ্ছি।’
আনুশকা শর্মা ও বিরাট কোহলির দ্বিতীয় সন্তান অকায়। ১৫ মাস বয়সী অকায় এখন বোন ভামিকার খেলার সঙ্গী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
স্বপ্নের চরিত্রে প্রান্তর
‘আন্তঃনগর’, ‘৮৪০’ থেকে ‘জিম্মি’—একের পর এক সিরিজ ও সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা প্রান্তর দস্তিদার। সিরিজের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। ক্যারিয়ারে মাত্র দুই বছরেই ক্রমেই পায়ের তলার মাটি শক্ত করছেন প্রান্তর; বৈচিত্র্যময় সব চরিত্রে মেলে ধরেছেন নিজেকে। তবে একটি চরিত্র করার স্বপ্ন ছিল তাঁর? কী সেই চরিত্র? গতকাল শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ের স্বপ্ন ছিল তাঁর। স্বপ্নটা সত্যি হয়েছে। সরকারি অনুদানে নির্মিত জীবন আমার বোন সিনেমায় বীর মুক্তিযোদ্ধা ‘মুরাদ’–এর চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার।
প্রান্তর দস্তিদার