নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। স্পিডবোটে থাকা ২৮ জন যাত্রী সবাই অক্ষত অবস্থায় সাঁতরে কূলে ওঠেন।

আজ সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে বউবাজার এলাকার কাছে প্রবল স্রোতে পড়ে স্পিডবোটটির তলা ফেটে যায়। এতে ভেতরে পানি ঢুকে পড়ে।

তাৎক্ষণিক চালক বোটটি তীরের কাছাকাছি নিয়ে যান। পরে যাত্রীরা স্থানীয় লোকজনের সহায়তায় সাঁতরে তীরে ওঠেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশিস চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, স্পিডবোটটির তলার এক পাশে ফেটে যায়। এর ফলে পানি ঢুকে পড়ে এবং ঘাটের কাছাকাছি জায়গায় স্পিডবোটটি ডুবে যায়। পরে স্পিডবোটে থাকা ২৮ জন যাত্রীর সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ