সরাসরি: পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারে কাজ চলছে: ইরান
Published: 24th, June 2025 GMT
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, তারা তাদের পারমাণবিক কর্মসূচির ওপর হওয়া ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং তা পুনরুদ্ধারের পরিকল্পনা করছে।
মঙ্গলবার (২৪ জুন) ইরানের মেহর নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং বর্তমানে যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মূল্যায়ন করছি।”
মোহাম্মদ ইসলামী বলেন, “পুনরুদ্ধারের প্রস্তুতি আগে থেকেই পরিকল্পনার অংশ ছিল এবং আমাদের লক্ষ্য হলো উৎপাদন বা সেবায় কোনো বিঘ্ন না ঘটতে দেওয়া।”
আরো পড়ুন:
খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা
আলজাজিরার বিশ্লেষণ
ইরানের ফোরদো কী? যুক্তরাষ্ট্রের বোমায় এটি কি ধ্বংস হয়ে গেছে?
১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরানের পাল্টা হামলার মধ্যে ইসরায়েল টানা হামলা চালিয়ে যায়। ২২ জুন ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা করায় ইরানের পারমাণবিক স্থাপনা তিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অবশ্য এসব স্থাপনা থেকে কোনো তেজস্ক্রিয় উৎপাদন ছড়িয়ে পড়েনি বলে আশ্বস্ত করেছে ইরান। এ অবস্থায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সেতুর নিচে ভাসছিল নারীর মরদেহ
গাজীপুর নগরের চাপুলিয়া ফাওকাল সেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৩৫ বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আজ সকালে নগরের ফাওকাল সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখেন কয়েকজন। কাছে গিয়ে দেখা যায়, লাশটি এক নারীর। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।