সাতছড়ি উদ্যানে কিং কোবরা সাপ অবমুক্ত
Published: 24th, June 2025 GMT
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বসতঘর থেকে উদ্ধার করে একটি কিং কোবরা (শঙ্খচূড়) সাপ অবমুক্ত করা হয়েছে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন এবং সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়। বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মধ্যে কিং কোবরা অন্যতম।
সোমবার (২৩ জুন) বিকেলে নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা রাজা মিয়ার ঘরে সাপটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সাপটি জীবিত ধরে ফেলেন।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
কলাপড়ায় ২টি কালনাগিনী সাপ উদ্ধার, পরে অবমুক্ত
রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, এটি স্ত্রী কিং কোবরা। এর বয়স প্রায় ৪ বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্ক। সাপটি সুস্থ ছিল এবং এটি পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রজাতি। বন ধ্বংসের কারণে এ সব সাপ লোকালয়ে চলে আসছে, যা পরিবেশের জন্য সতর্ক সংকেত।
তিনি আরো জানান, স্ত্রী সাপটি যেহেতু লোকালয় থেকে উদ্ধার হয়েছে, ধারণা করা হচ্ছে, আশপাশেই পুরুষ সাপটি রয়েছে। এ জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
ঢাকা/মামুন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে রিমান্ড শেষে ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে আদালতে প্রেরণ
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ধৃত জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হানিফ কবির (৩৭)কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গত সোমবার (১০ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত রোববার (১৬ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয।
এর আগে গত রোববার (৯ নভেম্বর) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রিমান্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা হানিফ কবির বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত রফিক সরদারের ছেলে।
জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।
পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।
পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে।