নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ জুন) ভোরে নীলফামারী রেলস্টেশনের অদূরে পলাশবাড়ি তেঁতুলতলা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুইজন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তারা হলেন- জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।

নীলফামারী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসটি নীলফামারী রেলস্টেশনে প্রবেশের পূর্বে সকাল ৬টা ৩৫ মিনিটে ওই দুই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পার হচ্ছিলো। সেসময় ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এলাকাবাসী জানান, তারা দুইজন পেশায় রাজমিস্ত্রী হলেও কাজ সংকটে তারা পলাশবাড়িতে আমন ধানের চারা রোপনের জন্য কৃষক দুলাল চন্দ্রের জমিতে যাচ্ছিল। দুইজন একটি মোটরসাইকেলে ছিল।

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, “সৈয়দপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবগত করা হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকা পড়েছিল। পরে সেটি অপসারণ করে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার পথে চলে যায়।”

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/সিথুন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র লওয়

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ