ইরানে ক্ষমতার পরিবর্তন চান না ট্রাম্প
Published: 25th, June 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চান না। একাধিক সমালোচনার মুখে পড়ে আগের মন্তব্য থেকে সরে এসে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি বিশৃঙ্খল পরিস্থিতি তিনি দেখতে চান না।
বুধবার (২৫ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি এটা চাই না। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক। রেজিম চেঞ্জ বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর আদর্শগতভাবে, আমরা অতটা বিশৃঙ্খলা দেখতে চাই না। দেখা যাক কী হয়।”
এর আগে গত ২২ জুন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেছিলেন।
সেখানে তিনি লিখেছিলেন, “যদি বর্তমান ইরানি শাসনব্যবস্থা ‘ইরানকে আবার মহান করার’ মতো কিছু না করতে পারে, তাহলে সেখানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটার সম্ভাবনা যুক্তিযুক্ত।” সমালোচনার মুখে দুদিন পরই নিজের অবস্থান পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ সনব যবস থ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ