ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় আজ বুধবার রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।

দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ। ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হবে। ঘটনাস্থল যেহেতু কমলাপুর, সেহেতু সেখানেই মামলা করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কমল প র

এছাড়াও পড়ুন:

কনওয়ে-ড্যারিলের ব্যাটে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। আজ রবিবার (০৯ নভেম্বর) নেলসনে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে ১৯.৫ ওভারে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে টেল এন্ডার রোমারিও শেফার্ড ৩৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন। আরেক টেল এন্ডার শামার স্প্রিংজার ২০ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানেজ ৫ চার ও ১ ছক্কায় ৩১ এবং আকিম অগাস্তে করেন ২৪ রান।

আরো পড়ুন:

যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: বিসিবির ৩ সদস্যের তদন্ত কমিটি

৩৭ রানে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের কাছে সিরিজ হারল দ. আফ্রিকা

বল হাতে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ও ইশ সোধি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের লাগাম টেনে ধরেন। দুইজনেই ৩টি করে উইকেট নেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন কনওয়ে ৩৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। ড্যারিল মিচেল ২৪ বলে ২টি চার ও ৩ ছক্কায় করেন ৪১ রান। এছাড়া রাচিন রবীন্দ্র ২৬ ও টিম রবিনসন করেন ২৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড ৪ ওভারে ২০ রানে ২টি ও জ্যাসন হোল্ডার ৪ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের সোধি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ