Prothomalo:
2025-11-17@14:16:30 GMT

দেশে গুগল পে কীভাবে কাজ করছে

Published: 25th, June 2025 GMT

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা গুগল ওয়ালেট। এই সেবা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রভিত্তিক তিন বহুজাতিক প্রতিষ্ঠান গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবাটি চালু করেছে।

এখন পর্যন্ত বিশ্বের ১০০ টির মতো দেশে গুগল পে সেবা চালু হয়েছে। ফলে এখন বাংলাদেশের গ্রাহকেরাও গুগল পের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন। গ্রাহককে আলাদাভাবে ব্যাংকের প্লাস্টিক কার্ড (ডেবিট ও ক্রেডিট) ব্যবহার করতে হবে না। হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট। সহজে করা যাবে কেনাকাটা।

গুগল পে যেহেতু সিটি ব্যাংক চালু করেছে, সেহেতু আপাতত সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারছেন।

গুগল পে যেভাবে কাজ করছে

সিটি ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকদের যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই ফোনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি থাকতে হবে। সাধারণত বেশির ভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে।

অ্যাপ ডাউনলোডের পর তাতে ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশনে গিয়ে ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। মুঠোফোন দিয়ে ছবি তুলে বা কার্ডের তথ্য লিখে অ্যাপে কার্ড সংযুক্ত করা যায়। সিটি ব্যাংক জানিয়েছে, দোকান বা সেবা বিক্রির প্রতিষ্ঠানে কার্ডে লেনদেনের জন্য যন্ত্র থাকে, যা ‘পয়েন্ট অব সেলস (পিওএস) ’ যন্ত্র নামে পরিচিত। এনএফসি প্রযুক্তিসংবলিত পিওএস যন্ত্রে গুগল পে ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে। স্বল্প পরিমাণ বা ৫ হাজার টাকার মধ্যে লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে গোপন নম্বর (পাসওয়ার্ড) দিতে হবে না। তবে বড় অঙ্কের লেনদেনে পাসওয়ার্ড দিতে হবে। এ লেনদেন ব্যবস্থায় মুঠোফোন বের করে ‘স্ক্রিন লক’ খুলে পিওএস যন্ত্রের কাছে নিলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হয়ে যাবে।

সিটি ব্যাংকের কার্ডের গ্রাহক কত

সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স (আমেরিকান এক্সপ্রেস)-এই তিন ব্র্যান্ডের কার্ড রয়েছে। ব্যাংকটিতে ডেবিট কার্ড রয়েছে ১২ লাখ ও ক্রেডিট কার্ড রয়েছে সাড়ে ৪ লাখ। এর মধ্যে ৪০ শতাংশ ভিসা ও মাস্টারকার্ডের। তাঁরা এই লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, শিগগিরই অ্যামেক্স কার্ডধারীদের এই সেবায় যুক্ত করতে কাজ চলছে।

সারা দেশে সিটি ব্যাংকের ৩৫ হাজার পিওএস রয়েছে। এর মধ্যে ৩২ হাজার পিওএস যন্ত্রে এনএফসির মাধ্যমে লেনদেন করা যায়। এ ছাড়া অন্য ব্যাংকের দেওয়া পিওএস যন্ত্রেও গুগল পের মাধ্যমে লেনদেন করা যাবে। গুগল পে ব্যবহার করে লেনদেন করতে গ্রাহকের বাড়তি কোনো খরচ হবে না। যেসব গ্রাহকের কার্ডে অনুমতি রয়েছে, তাঁরা গুগল পের মাধ্যমে বিদেশে ডলারেও মূল্য পরিশোধ করতে পারবেন।

সিটি ব্যাংক জানিয়েছে, গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত ‘এনক্রিপশন’ প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম স ট রক র ড ব যবহ র কর গ র হক র গ গল প

এছাড়াও পড়ুন:

বন্দরে রিমান্ড শেষে ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে আদালতে প্রেরণ 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ধৃত জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হানিফ কবির (৩৭)কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত সোমবার (১০ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে  বিজ্ঞ আদালত রোববার (১৬ নভেম্বর) দুপুরে  জিজ্ঞাসাবাদ জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয।

এর আগে গত রোববার (৯ নভেম্বর)  রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রিমান্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা হানিফ কবির বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত রফিক সরদারের ছেলে।

জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত  ঢাকা দিকে চলে যায়।

পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। 
 

সম্পর্কিত নিবন্ধ