কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সমবায় দিঘি থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত কিশোরের নাম মোহাম্মদ লাদেন (১৪)। সে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কাপাড়া এলাকার এজহারুল হকের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, আজ সকাল সাতটার দিকে সমবায় দিঘির মাঝখানে একটি লাশ ভাসতে দেখেন লোকজন। পরে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দিঘি থেকে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনই কিশোরের পরিচয় শনাক্ত করেন।

কয়েকজন ব্যবসায়ী বলেন, কিশোর লাদেনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বদরখালী বাজারে দেখা গেছে। এর আগে তাকে ইলিশিয়া বাজারেও দেখা গেছে। দিঘিতে কীভাবে তার লাশ পাওয়া গেছে, তাঁরা বলতে পারছেন না।

ঘটনার বিষয়ে লাদেনের পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। নিহত লাদেন মৃগীরোগী ছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। স্থানীয় একটি মাধ্যমে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা থানায় আসছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র ল কজন

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ