মৌসুমে ৪৯ কোটি টাকা বেতনে যে ক্লাবে যোগ দিচ্ছেন মদরিচ
Published: 25th, June 2025 GMT
৩৯ বছর পেরোনো লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়ালকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেবেন এই ক্রোয়াট কিংবদন্তি। তবে রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও এখনই ইউরোপের শীর্ষ লিগ ছাড়া হচ্ছে না ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডারের।
জানা গেছে, আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলানে দেখা যাবে তাঁকে। মদরিচের এসি মিলানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা। এমনকি মদরিচের সঙ্গে তাঁর কথা হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ইগলি।
গত ২২ মে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন মদরিচ। বিদায়বার্তায় তিনি লেখেন, ‘সময়টা এসে গেছে। সেই মুহূর্ত, যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুর শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’
আরও পড়ুনরিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন মদরিচ২২ মে ২০২৫সে সময় ক্লাব বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার কথাও জানান তিনি। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলা এই মিডফিল্ডার ১৩ বছরে ক্লাবটির হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট জিতেছেন ২৮টি ট্রফি।
হচ্ছে না মেসি–মদরিচ জুট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মদর চ
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে