মৌসুমে ৪৯ কোটি টাকা বেতনে যে ক্লাবে যোগ দিচ্ছেন মদরিচ
Published: 25th, June 2025 GMT
৩৯ বছর পেরোনো লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়ালকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেবেন এই ক্রোয়াট কিংবদন্তি। তবে রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও এখনই ইউরোপের শীর্ষ লিগ ছাড়া হচ্ছে না ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডারের।
জানা গেছে, আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলানে দেখা যাবে তাঁকে। মদরিচের এসি মিলানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা। এমনকি মদরিচের সঙ্গে তাঁর কথা হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ইগলি।
গত ২২ মে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন মদরিচ। বিদায়বার্তায় তিনি লেখেন, ‘সময়টা এসে গেছে। সেই মুহূর্ত, যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুর শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’
আরও পড়ুনরিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন মদরিচ২২ মে ২০২৫সে সময় ক্লাব বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার কথাও জানান তিনি। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলা এই মিডফিল্ডার ১৩ বছরে ক্লাবটির হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট জিতেছেন ২৮টি ট্রফি।
হচ্ছে না মেসি–মদরিচ জুট.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মদর চ
এছাড়াও পড়ুন:
দুধ চিতই পিঠার রেসিপি
উপকরণ
চালের গুঁড়া ২ কাপ
পানি প্রায় দেড় থেকে ২ কাপ
লবণ আধা চা-চামচ
গুঁড়া দুধ ৫০০ গ্রাম
খেজুরের গুড় ১ কাপ (স্বাদমতো)
এলাচি ২-৩টি
লবণ ১ চিমটি।
আরও পড়ুনকলাপাতা পুড়িয়ে এভাবে তালের পিঠা খেয়েছেন? দেখুন রেসিপি২০ আগস্ট ২০২৫প্রণালিচালের গুঁড়ার সঙ্গে লবণ মেশান।
পানি অল্প অল্প করে ঢেলে প্রথমে রুটি বানানোর কাইয়ের মতো করে নিন।
১০ মিনিট মথুন। এরপর কুসুম গরম পানি ঢেলে পাতলা মিশ্রণ বানান।
মিশ্রণটি এমন হবে যে চামচ দিয়ে বাটিতে ঢাললে চামচের গায়ে লেগে থাকবে না, তবে একটু ঘন তরল হবে। ২০ মিনিট ঢেকে রেখে দিন।
চিতই পিঠার তাওয়া বা ছোট কড়াই গরম করে তাতে আধা চা-চামচ তেল মাখিয়ে নিন অথবা লবণপানি দিয়ে মুছে নিন।
কড়াই গরম হলে ডালের চামচ দিয়ে মিশ্রণ ঢেলে দিন।
ঢাকনা দিয়ে ১-২ মিনিট ভাপান। এ সময় চাইলে ঢাকনার ওপর দিয়ে পানি ছিটিয়ে দিতে পারেন। এতে পিঠা নরম ও ফুলকো হবে।
পিঠা সাদা-নরম হয়ে গেলে উঠিয়ে রাখুন। এভাবে সব কটি পিঠা তৈরি করুন।
গুড় কুচিয়ে, পানিতে জ্বাল দিয়ে শিরা করে নিন। আঁচ বাড়াবেন না। গুড় তেতো হয়ে যাবে।
অন্য একটি পাত্রে গুঁড়া দুধ গুলে চুলায় দিন। আন্দাজমতো লবণ দিন।
দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে ৫ মিনিট জ্বাল দিন।
তৈরি করা পিঠাগুলো এবার দুধে দিয়ে মাঝারি আঁচে ফুটান।
বলক উঠলে চুলা বন্ধ করুন। পিঠায় সাবধানে গুড়ের শিরা মেশান।
আবার চুলা জ্বালিয়ে বলক তুলে বন্ধ করে দিন। চাইলে এ সময় একটু এলাচিগুঁড়া দিতে পারেন।
গুড় আর দুধের গন্ধ রাখতে চাইলে এলাচিগুঁড়া না–ও দিতে পারেন।
সারা রাত অথবা পাঁচ–ছয় ঘণ্টা পাতিলের ঢাকনা একটু ফাঁকা করে রেখে দিন।
লবণ চেখে লাগলে একচিমটি দিতে পারেন। ঠান্ডা করে পরিবেশন করুন।
টিপস: খেজুরের গুড় ভালো মানের না হলে রং চকচকে হবে না। পিঠা বানিয়ে সঙ্গে সঙ্গে দুধে দিলে নরম থাকবে।
আরও পড়ুনভাপা নাকি চিতই পিঠা, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো১৭ জানুয়ারি ২০২৫