বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টিই মিরপুরে
Published: 25th, June 2025 GMT
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে শ্রীলঙ্কায়। এই সফরের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। আজ সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ম্যাচই রাখা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ১৬ জুলাই। সিরিজ শুরু হবে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বশেষ মুখোমুখি হয়েছে মে–জুন মাসে। পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ দলের পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও পরে ভারত-পাকিস্তান সংঘাতের জেরে তা কমে তিন ম্যাচের সিরিজে পরিণত হয়।
সিরিজে সালমান আগার দলের কাছে সিরিজের সব ম্যাচেই হেরে যায় লিটন দাসের দল।
এবার ঢাকায় হতে যাওয়া তিন টি-টোয়েন্টির সিরিজটি অবশ্য ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। বিসিবির অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ দল পাঠাচ্ছে পিসিবি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ