পদ্মায় গোসলে নেমে ২ কলেজ ছাত্রের মৃত্যু
Published: 25th, June 2025 GMT
ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ছাত্ররা হলেন- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র রেজা এ রাব্বি তামিম (২১) এবং একই বিভাগের অপর ছাত্র আব্দুল্লাহ আল মারুফ ওরফে মারুফ (২০)।
তামিমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদী আশুলাই গ্রামে। তার বাবার নাম শওকত হোসেন। মারুফের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শরিফপুর গ্রামে। তার বাবার নাম মোয়াজ্জেম হক শামীম। তারা কলেজের হোস্টেলে থেকে পড়ালেখা করতেন।
আরো পড়ুন:
র্যাগিং প্রতিরোধে জবির সব বিভাগে কমিটি
জাবিতে অটোরিকশা চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো.
ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার নেসার আলী বলেন, “পদ্মা নদী থেকে দুই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
ঢাকা/তামিম/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে শাওন
দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিলেন অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ তৎকালীন সময়ের মন্ত্রীদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়ে ১০ আগস্ট ফেসবুকে পোস্টটি করেন শাওন।
এই স্ট্যাটাসে অভিনেত্রী শাওন লেখেন, “এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে। এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।”
আরো পড়ুন:
‘আমির আমাকে এক বছর ঘরে বন্দি করে রেখেছিল’
পুণ্যের জন্মদিনে মায়ের প্রার্থনা
কয়েকটি ঘটনা বর্ণনা করে শাওন লেখেন, “আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।”
পোস্ট শেষে হ্যাশ ট্যাগে শাওন লিখেছেন, “নাটক কম করো পিও।”
তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।
ঢাকা/শান্ত