চিত্রনায়ক জায়েদ খান এবার ধরা দিচ্ছেন এক নতুন ভূমিকায়—উপস্থাপক হিসেবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-র উদ্যোগে শুরু হতে যাচ্ছে টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’, যার উপস্থাপনায় থাকছেন এই ঢালিউড তারকা নিজেই।

অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। প্রথম পর্ব প্রচারিত হবে আগামী ৪ জুলাই ২০২৫, শুক্রবার রাতে।

নিউইয়র্কে অবস্থানরত জায়েদ খান সম্প্রতি কানাডা, অস্ট্রেলিয়া ও দুবাইসহ বিভিন্ন দেশে শোতে অংশ নিচ্ছেন। এবার সেই প্রবাসী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্লোবাল বাংলাদেশিদের কথা বলবেন তিনি এই নতুন টক শোতে।

আরো পড়ুন:

সংসার ভাঙলো কনার, ন্যান্সি ‘শিয়াল রাণী’ বললেন কাকে?

মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ থাকবে—দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই আর সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন, নতুন প্রজন্মের চিন্তা, উদ্ভাবন ও সংগ্রামের গল্প, এবং অবশ্যই হালকা আড্ডা, যা মন ছুঁয়ে যাবে।

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, "এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।”

উপস্থাপক জায়েদ খান বললেন, "এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে উঠে আসবে আমাদের না-বলা গল্পগুলো—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।”

এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মনের কথা, জীবনের জটিলতা ও বিজয়ের গল্পগুলো তুলে ধরতে চান। 

উল্লেখ্য, জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া এই ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে আরও অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি।

নতুন ধারার এই আড্ডামূলক অনুষ্ঠানে সংযুক্ত হতে চোখ রাখুন ঠিকানা টিভির পর্দায়। সাবস্ক্রাইব করুন ইউটিউব ও ফেসবুক পেজ—হয়ে উঠুন এই নতুন যাত্রার অংশীদার!

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন প রব স

এছাড়াও পড়ুন:

নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নিন্দা জানাচ্ছেন রাষ্ট্রদূতরা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানানো শুরু করেছেন পরিষদে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রবিবার অধিবেশন শুরুর পরপরই তারা নিন্দা জানানো শুরু করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি ইসরায়েলের পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘বেপরোয়াভাবে শত্রুতা তীব্রতর করার পরিবর্তে সক্রিয় কূটনীতির বদৌলতে’ হামাস ১৪০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দিয়েছে।

পলিয়ানস্কি বলেছেন, “ইসরায়েলি কর্তৃপক্ষ সহিংসতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা এবং জীবন বিপন্ন হয়েছে।”

তিনি ইসরায়েলকে গাজায় মানবতাবিরোধী অপরাধ করার জন্য অভিযুক্ত করে বলেছেন, “এই অমানবিক হত্যাকাণ্ড শেষ হওয়ার আগে আরো কত ফিলিস্তিনিকে মারতে হবে?”

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং জানিয়েছেন, গাজার পরিস্থিতি ‘আরো বিপজ্জনক দিকে বিকশিত হচ্ছে।’

তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘গাজা দখলের যেকোনো প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধিতা করতে হবে’ এবং গাজা শহরে সামরিক আক্রমণ পুনর্নবীকরণের ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানাতে হবে।

ফু বলেছেন, “এই সমস্যার সমাধানের উপায় সামরিক নয়।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ