বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি পাওয়া যায়।

আটককৃতরা হলেন- কাউসার আলী (৪৩), মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এসব দুস্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক ব গ রহ ট ব গ রহ ট

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২

বন্দরে বিভিন্ন অপরাধে ২ জনকে আটক  করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার তাজউদ্দিন মিয়ার ছেলে ভূট্টো (৪৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার রহিমউদ্দিন মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৮)।

আটককৃতদের  মধ্য ভূট্টোকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত কাজী ইউসুফ আলীকে ৫৪ ধারায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে তাদেরকে আটক করা হয়।   
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে সন্দেহভাজন যুবক রাতুল আটক  
  • বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২