চট্টগ্রাম মহানগরে পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থানা ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া রিভলভারসহ একাধিক মামলার আসামি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. মিনহাজ উদ্দিন ওরফে নুরুন্নবী সাগর (২৩)।  

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, সিডিএ মার্কেটের চেকপোস্টে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে সাগর। এ সময় তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় প্রকাশ করে এবং জানায়, তার কাছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। 

পরে সাগরের দেওয়া তথ্যে সাগরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অব্যবহৃত একটি যাত্রী ছাউনির পাশে ময়লার স্তূপে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া রিভলবারটি পূর্বে থানায় সংরক্ষিত একটি অস্ত্র, যা গত বছরের ৫ আগস্ট থানা লুটের ঘটনায় লুট করা হয়। 

বাবুল আজাদ বলেন, “সাগর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লুটপাটকারীদের কাছ থেকে তিনি অস্ত্রটি সংগ্রহ করেন। এরপর এটি তিনি বিভিন্ন স্থানে ছিনতাইয়ের সময় ব্যবহার করেছেন।’’

নুরুন্নবী সাগরের বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিংসহ বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ছিনতাইয়ের অভিযোগে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প হ ড়তল

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ