ব্র্যাডম্যান, টেন্ডুলকার, তামিম... কোন দলের বিপক্ষে কার রান সবচেয়ে বেশি
Published: 29th, June 2025 GMT
‘প্রিয় প্রতিপক্ষ’—ক্রিকেটে শব্দযুগল বেশ প্রচলিত। ব্যাটসম্যানদের কথাই ধরুন, তাঁরা ব্যাটিংয়ে নামেন রান করার জন্য। কখনো সফল হন, কখনো হন না।
আবার কখনো কখনো এমন প্রতিপক্ষ পেয়ে যান, যাঁদের বিপক্ষে নামলেই চওড়া হয়ে ওঠে ব্যাট, রানের দেখা মেলে। এভাবে একদিন রেকর্ডও হয়। একজন ব্যাটসম্যান নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ রান করে ইতিহাসে জায়গা করে নেন
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার, তা সবার জানা—শচীন টেন্ডুলকার। ভারতের এই ব্যাটিং জিনিয়াস তিন সংস্করণ মিলিয়ে করেছেন ৩৪৩৫৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ কুমার সাঙ্গাকারার রান ২৮০১৬। বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির—২৭৫৯৯।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সবচ য়
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম