কুড়িগ্রামে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধের
Published: 3rd, July 2025 GMT
কুড়িগ্রামের উলিপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তারা হলেন- অটোচালক আব্দুল সালাম (৩০), ইমরান আলী (৪), শাহানা বেগম (৩৫)। আহতরা সবাই সাতভিটা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতভিটা গ্রাম থেকে আটজন যাত্রী অটোরিকশাযোগে পাতিলাপুর গ্রামে দাওয়াত খাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে যাদুপোদ্দার এলাকায় পৌঁছিলে একটি বালু ভর্তি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
মমেকে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু
দিনাজপুরে পুকুরে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫