বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিপণন শিক্ষার ১৮ বছরের পথচলার গৌরবময় মাইলফলক উদযাপিত হয়েছে। জ্ঞানগর্ভ আলোচনা, করপোরেট নেতৃত্বের উপস্থিতি ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস।
শনিবার (৫ জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, করপোরেট প্রতিনিধিসহ অগণিত অতিথির প্রাণবন্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন:
জুলাই আন্দোলনকারীদের দেশ ছাড়তে বলা শিক্ষকদের পদোন্নতি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
আশুরা: শোক, শিক্ষা ও আত্মত্যাগের চিরন্তন প্রতীক
মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমানে ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা বলেন, “গবেষণা ছাড়া শিক্ষায় টেকসই পরিবর্তন সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের গবেষণামুখী হতে হবে।” তিনি বিভাগের শুরুর দিকের নানা সংগ্রাম, সংকট ও অর্জনের গল্প শোনান।
বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
অনুষ্ঠানকে আরো উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার সাইফ মুহাম্মদ আনোয়ার, প্রিয় শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুর আলম খান এবং ওয়ালটনের টিম লিডার আরিফ। তারা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’-এ শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দিনব্যাপী আয়োজনের চূড়ান্ত আকর্ষণ ছিল তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডের কনসার্ট, যা রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড দলও এতে অংশ নেয়।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।
আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।
অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’