মালয়েশিয়ান মডেল ও অভিনেত্রী লিশাল্লিনি কানারন অভিযোগ করেছেন, এক ভারতীয় পুরোহিত তাঁকে ‘আশীর্বাদ’ দেওয়ার নাম করে যৌন নিপীড়ন করেছেন। ঘটনাটি ঘটেছে গত মাসে মালয়েশিয়ার সেপাংয়ে। লিশাল্লিনি ২০২১ সালের মিস গ্র্যান্ড মালয়েশিয়া প্রতিযোগিতার বিজয়ী। সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। খবর এনডিটিভির

দক্ষিণ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক বিবৃতিতে সেপাং জেলার পুলিশপ্রধান এসিপি নোরহিজাম বাহামান বলেন, অভিযুক্ত পুরোহিত ভারতীয় নাগরিক, যিনি মূল পুরোহিত অনুপস্থিত থাকায় অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে ‘ভারত থেকে আনা পবিত্র জল’ বলে এক তরল পদার্থ মডেলের মুখে ছিটিয়ে দেন, যার গন্ধ ছিল প্রচণ্ড এবং চোখে জ্বালাপোড়া করে। এরপরই তিনি মডেলের গায়ে অশালীনভাবে হাত দেন।


লিশাল্লিনির অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা তাঁকে বিষয়টি গোপন রাখতে বলেন। তাঁর ভাষায়, ‘আমাকে বলা হয়েছিল, যদি আমি বিষয়টি প্রকাশ করি, তাহলে দোষ আমারই হবে। আমি দায়ী হব।’ কিন্তু তিনি সেই পরামর্শ না মেনে ইনস্টাগ্রামে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
লিশাল্লিনি জানান, ২১ জুন মন্দিরে প্রার্থনার জন্য গিয়েছিলেন তিনি, তাঁর মা তখন ভারতে ছিলেন। ‘আমি ধর্মীয় রীতিনীতি খুব একটা জানি না, তাই এই পুরোহিত সব সময় আমাকে সাহায্য করতেন,’ লিখেছেন তিনি। ‘সেদিন তিনি বলেন, আমার জন্য তার কাছে পবিত্র জল ও রক্ষা সূত্র আছে, যেটা আমাকে আশীর্বাদ দেবে। প্রার্থনার পর তাকে দেখাতে বলেন।’ বলেন তিনি।

প্রার্থনা শেষে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর পুরোহিত তাঁকে নিজের ব্যক্তিগত কক্ষে ডাকেন। সেখানেই ঘটে নিপীড়নের ঘটনা।
লিশাল্লিনি লিখেছেন, পুরোহিত প্রথমে তাঁর চোখে একটি ঝাঁঝালো তরল ছেটান, পরে বুকের ওপর হাত দেন। এরপর তাঁকে পোশাক খোলার জন্য চাপ দেন, বলেন এটা নাকি তাঁর মঙ্গলের জন্য। লিশাল্লিনি রাজি না হলে পুরোহিত বলেন, আঁটসাঁট পোশাক পরে তিনি ‘পাপ’ করছেন।

ঘটনার ভয়াবহতা তখন চূড়ান্ত রূপ নেয় যখন, পুরোহিত তাঁর পেছনে দাঁড়িয়ে শরীরের ব্যক্তিগত অংশে হাত ঢুকিয়ে তাঁকে স্পর্শ করতে থাকেন। লিশাল্লিনির ভাষায়, ‘আমি জানতাম এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার শরীর জমে গিয়েছিল। কথা বলতে পারছিলাম না। নড়তে পারছিলাম না।’

এই ঘটনার সবচেয়ে যন্ত্রণাদায়ক দিক ছিল—এটা ঘটেছিল মন্দিরের মতো এক পবিত্র জায়গায়। ‘আমি সেখানে গিয়েছিলাম মানসিক শান্তি খুঁজতে, কিন্তু সেখানেই এই বিশ্বাসঘাতকতা। সেই কষ্টটা সবচেয়ে গভীর। আমি বিস্তারিত বলব না, শুধু বলব, আমি ওই পুরোহিতের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু কিছুই করতে পারিনি,’ লিখেছেন তিনি।

আরও পড়ুনকীভাবে সাহস হয় আমাকে স্পর্শ করার, যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী২৯ মে ২০২৫

লিশাল্লিনি বলেন, ঘটনাটি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। ৪ জুলাই তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু ততক্ষণে পুরোহিত পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘ওই পুরোহিতের বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মন্দির কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়ে নিজেদের সম্মান বাঁচাতে চেয়েছে।’

মালয়েশিয়ান পুলিশ এখন ওই পুরোহিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য ব ষয়ট

এছাড়াও পড়ুন:

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সম্পর্কিত নিবন্ধ