জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট ও ড্রোন শো
Published: 12th, July 2025 GMT
২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।
শনিবার (১২ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, আগামী ১৪ জুলাই উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, শিল্পী এলিটা করিম, শিল্পী পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ব্যান্ড ইলা লালা।
আরো পড়ুন:
অনুমতি ছাড়াই বিবৃতিতে ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের নাম, ক্ষোভ প্রকাশ
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে গাছ বিতরণ
এছাড়া, ১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের উপরে প্রদর্শিত হবে ড্রোন শো ‘জুলাই বিষাদ সিন্ধু’।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গবেষণাকে বাজারমুখী করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
গবেষণাকে বাজারমুখী করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরদেশ উদ্ভাবনভিত্তিক ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ডিজিটাল ব্রিজ পার্টনার্স এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় কৌশলগত গবেষণা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের “গবেষণা থেকে বাজারে” কর্মসূচির আওতায় গৃহীত এই সহযোগিতার মূল লক্ষ্য দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবিত জ্ঞানকে বাজারযোগ্য প্রযুক্তিতে রূপান্তর নিশ্চিত করা। একইসঙ্গে শিল্প খাতে প্রতিযোগিতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যনির্ভর উদ্ভাবন এগিয়ে নেওয়া এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ উৎসাহিত করাও এ উদ্যোগের অন্তর্ভুক্ত।
চুক্তির আওতায় জলবায়ু সহনশীলতা, শিল্প রূপান্তর, উদ্ভাবনভিত্তিক গবেষণা, তথ্যনির্ভর প্রযুক্তি উন্নয়নসহ জাতীয় অগ্রাধিকারসম্পন্ন খাতে যৌথভাবে গবেষণা, পাইলট প্রকল্প বাস্তবায়ন এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়, সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ে জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর, গবেষণালব্ধ ফলাফল জাতীয় পর্যায়ে প্রয়োগ এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্পদ সংগ্রহের সুযোগও তৈরি হবে।
চুক্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রধান আফসানা চৌধুরী এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক নাবিল চৌধুরী ও হায়দার আনোয়ার স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ ডিজিটাল ব্রিজ পার্টনার্স এবং সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম//