জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে দৃশ্যমান করা ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের স্মারকলিপি প্রদান।

বুধবার (২৩ জুলাই ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শাখা সভাপতি এইচ এম শাহীন আদনান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মো:জাহিদুল ইসলাম মিঞা  বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম ,প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহা মাহবুবুর রহমান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর। 

স্মারকলিপিতে  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে নিচের ৮টি দাবি উপস্থাপন করা হয়েছে, যা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে আমরা বিশ্বাস করি।


দাবিসমূহ

:১.

দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৩. জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে দৃশ্যমান করতে হবে।

৪. ৫ আগস্টের মধ্যে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণাপত্র ও শহীদ সনদ প্রদান নিশ্চিত করতে হবে।

৫. জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে, যাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হয়।

৬. জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) নির্বাচন আয়োজন করতে হবে।

৭. জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও স্মৃতি সংরক্ষণে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর নাম জুলাই শহীদদের নামে নামকরণ করতে হবে।

৮. ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস-এর অনুমোদন বাতিল করতে হবে।

এসময় সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের ফলেই চলমান সংকট কেটে উঠে দেশের সর্বস্তরের জনতার চাহিদার প্রতিফলন ঘটবে।

ইনশাআল্লাহ।আমরা আশা করি, জনস্বার্থে দাবি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ম রকল প ইসল ম

এছাড়াও পড়ুন:

বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিন ব্যাপী শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা,বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও মনির হোসেন খান। চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা মোট ২৬ টি প্রজেক্ট মেলায় উপস্থাপন করেন।

এসব প্রজেক্টের মধ্যে ছিল সৌর বিদ্যুত উৎপাদন, আধুনিক নগর ব্যবস্থাপনা,গ্রামীন কৃষি ব্যবস্হাপনার উন্নয়নে সেচ ব্যবস্থাপনা,গ্যাস,বিদ্যুৎ,পানি অপচয় রোধে আধুনিক ব্যবস্থাপনা পরিকল্পনা ও উদ্ভাবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
  • গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি রেজাউল করীমের
  • শেখ হাসিনা যে অপরাধ করেছে, পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই: আসিফ নজরুল
  • সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: বলছে ইসরায়েলভিত্তিক দুই মানবাধিকার সংস্থা
  • ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
  • থাইল্যান্ডে ব্যস্ত বাজারে বন্দুক হামলায় নিহত ৫, হামলাকারীর আত্মহত্যা