নারায়ণগঞ্জ-৫ আসনের নবীগঞ্জ এলাকায় মাও. মঈনুদ্দি’র গণসংযোগ
Published: 3rd, August 2025 GMT
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার নির্বাচনী এলাকা নবীগঞ্জ, কবিলের মোড়, একরামপুর সহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
রবিবার (৩ আগষ্ট ) বাদ আসর তিনি বন্দর থানার নবীগঞ্জ, কদমরসুল, কবিলের মোড় , এবং এর পার্শ্ববর্তী এলাকায় হেঁটে হেঁটে জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান স্লোগানে ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, "নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে চাই। এই এলাকার প্রধান সমস্যাগুলো হলো নবীগঞ্জ সেতু , আবাসিক গ্যাস, সুপেয় পানির অভাব। নির্বাচিত হলে আমরা এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব ইনশাআল্লাহ ।"
তিনি আরও বলেন, "ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব। আমি সেই লক্ষ্যেই জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।"
এ সময় স্থানীয় ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনেকে তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, "আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, যিনি আমাদের দুঃখ-কষ্টের সঙ্গী হবেন। মাওলানা মঈনুদ্দিন আহমাদের মধ্যে আমরা সেই গুণাবলী দেখতে পাচ্ছি।"
এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম শূরা সদস্য মো, জাকির হোসাইন, বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতী মাওলানা আতিকুর রহমান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম, সহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ।
গণসংযোগের পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ মঈন দ দ ন আহম দ ন র য়ণগঞ জ গণস য গ ইসল ম
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, জেলা ইমাম সমিতির সাধারাণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আরেফী, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস এম সাদ্দাম ও এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল প্রমুখ।
আরো পড়ুন:
আসন খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে বিক্ষোভ
স্বায়ত্তশাসনের দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
বক্তারা বলেন, ‘‘যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম, আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের তিন আসনের প্রস্তাব বাতিল করে চারটি আসন পুনর্বহাল করবেন। তবে এটা নিয়ে যদি গড়িমসি করেন, আপনাদের মনগড়া প্রস্তাব জনগণের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।’’
বক্তারা আরো বলেন, ‘‘জন্মলগ্ন থেকে বাগেরহাটে চারটি আসন। একটি আসন কমিয়ে তিনটি আসন করাটা খুবই অযৌক্তিক। এই প্রস্তাব দেয়ার আগে জেলার রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেনি। আজকে শান্তিপূর্ণ মিছিল করেছি। আগামীকালও আমরা মিছিল করব। জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়া হবে। এরপরও যদি নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে আরো কঠোর আন্দোলন করা হবে।’’
প্রয়োজনে সারা দেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে। তবে আগামী ১০ অগাস্টের মধ্যে এ প্রস্তাবের বিষয়ে দাবি-আপত্তি জানানোর সুযোগ রয়েছে।
ঢাকা/শহিদুল/বকুল