রেকর্ড সেঞ্চুরিতে ৮০ ধাপ এগোলেন ব্রেভিস, বাবরের ব্যর্থতায় দুইয়ে রোহিত
Published: 13th, August 2025 GMT
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম আট ম্যাচে কোনো ফিফটিও ছিল না ডেভাল্ড ব্রেভিসের। দক্ষিণ আফ্রিকান মিডলঅর্ডার ব্যাটসম্যান কাল ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ‘৫০’ এর দেখা পেয়ে সেখানেই থামেননি, পেয়ে গেছেন সেঞ্চুরিও। ১২৫ রানে অপরাজিত থেকে এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন।
ব্যাটিং-সাদৃশ্যের কারণে ‘বেবি এবি’ তকমা পেয়ে যাওয়া ব্রেভিসের সেই ইনিংসের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়েও। গত সপ্তাহেও ১০১ নম্বরে থাকা ব্রেভিস ৮০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১ নম্বরে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ফিফটি করা অস্ট্রেলীয় ব্যাটসম্যান টিম ডেভিডও ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন। ছয় ধাপ এগিয়ে দশে উঠেছেন ডেভিড।
ডেভিড-সতীর্থ ক্যামেরন গ্রিনও এগিয়েছেন ছয় ধাপ। ২৩ থেকে ১৭-তে উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে উঠেছেন ২৭-এ। এই সিরিজে খেলা অন্যদের মধ্যে বলার মতো এগিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড (তিন ধাপ এগিয়ে ২০), দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা (১৫ ধাপ এগিয়ে ৪৪) ও লুঙ্গি এনগিডি (১৪ ধাপ এগিয়ে ৫০)।
টেস্টে তিন নম্বর বোলার হেনরিটেস্টে এখন বিশ্বের তিন নম্বর বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’
‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।
সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।
রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী