আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম আট ম্যাচে কোনো ফিফটিও ছিল না ডেভাল্ড ব্রেভিসের। দক্ষিণ আফ্রিকান মিডলঅর্ডার ব্যাটসম্যান কাল ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ‘৫০’ এর দেখা পেয়ে সেখানেই থামেননি, পেয়ে গেছেন সেঞ্চুরিও। ১২৫ রানে অপরাজিত থেকে এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন।

ব্যাটিং-সাদৃশ্যের কারণে ‘বেবি এবি’ তকমা পেয়ে যাওয়া ব্রেভিসের সেই ইনিংসের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়েও। গত সপ্তাহেও ১০১ নম্বরে থাকা ব্রেভিস ৮০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১ নম্বরে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ফিফটি করা অস্ট্রেলীয় ব্যাটসম্যান টিম ডেভিডও ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন। ছয় ধাপ এগিয়ে দশে উঠেছেন ডেভিড।

ডেভিড-সতীর্থ ক্যামেরন গ্রিনও এগিয়েছেন ছয় ধাপ। ২৩ থেকে ১৭-তে উঠেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে উঠেছেন ২৭-এ। এই সিরিজে খেলা অন্যদের মধ্যে বলার মতো এগিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড (তিন ধাপ এগিয়ে ২০), দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা (১৫ ধাপ এগিয়ে ৪৪) ও লুঙ্গি এনগিডি (১৪ ধাপ এগিয়ে ৫০)।

টেস্টে তিন নম্বর বোলার হেনরিটেস্টে এখন বিশ্বের তিন নম্বর বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ