সেলিম খানকে আহ্বায়ক, ফি‌রোজ ক‌বির‌কে যুগ্ম আহ্বায়ক ও সামিউল ইসলাম সবুজকে সদস্য সচিব করে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

শুক্রবার বিজয়নগর দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে নতুন ক‌মি‌টি ঘোষণা ক‌রেন দ‌লের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ক‌মি‌টির অন‌্যরা হ‌লেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার গাজী ছাবের আহম্মদ ও মাসুদুল ইসলাম।

ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক কমিটি পুনর্গঠনে আলতাফ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ব‍্যারিষ্টার খান আজম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ব‍্যারিষ্টার খান আজম বলেন, “এবি পার্টি ক্ষমতার অংশীদার না হওয়ার পরেও নাগরিকরা এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে যুক্ত হচ্ছে যা আগামী দিনে জবাবদিহিতার গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দিবে।”

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জনগণকে নাগরিক হিসেবে গড়ে তোলার রাজনীতিতে এবি পার্টি ঢাকার মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে সৃজনশীল রাজনীতি করবে। আগামী দিনে ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির নেতারা তাদের দায় দরদের রাজনীতির মাধ্যমে ঢাকা শহরকে বাসযোগ্য নগরী তৈরির রাজনীতি করবে।”

সভা শেষে ঢাকা মহানগর উত্তর এবি পার্টির সদ্য বিদায়ী আহ্বায়ক আলতাফ হোসাইন বলেন, “ফ‍্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন ফ‍্যাসিস্টরা রাজনৈতিক ঐক‍্যে ফাঁটল ধরাতে না পারে।”

উপস্থিত ছিলেন সুমাইয়া শারমিন ফারহানা, হাসান মাহমুদ শাহীন, আশরাফুল ইসলাম সুমন, শেখ মণি, ফয়সাল, তাসলিমা আক্তার রেবা, শামসুর নাহার রুপা, ফাতেমা সুলতানা জেরিন, আমিনা আজীম, গণি হোসেন, মাজিদুল ইসলাম, আবু আক্কাস নাদিম, মনজুরুল ইসলাম সাতচ্ছা, মুজাহিদুল ইসলাম, জুয়েল হাওলাদার, ইভানা শাহিন, পলি চৌধুরী।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র র জন ত ল ইসল ম

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ