এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি
Published: 16th, August 2025 GMT
সেলিম খানকে আহ্বায়ক, ফিরোজ কবিরকে যুগ্ম আহ্বায়ক ও সামিউল ইসলাম সবুজকে সদস্য সচিব করে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিজয়নগর দলের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
কমিটির অন্যরা হলেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার গাজী ছাবের আহম্মদ ও মাসুদুল ইসলাম।
ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক কমিটি পুনর্গঠনে আলতাফ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার খান আজম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ব্যারিষ্টার খান আজম বলেন, “এবি পার্টি ক্ষমতার অংশীদার না হওয়ার পরেও নাগরিকরা এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে যুক্ত হচ্ছে যা আগামী দিনে জবাবদিহিতার গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দিবে।”
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জনগণকে নাগরিক হিসেবে গড়ে তোলার রাজনীতিতে এবি পার্টি ঢাকার মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে সৃজনশীল রাজনীতি করবে। আগামী দিনে ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির নেতারা তাদের দায় দরদের রাজনীতির মাধ্যমে ঢাকা শহরকে বাসযোগ্য নগরী তৈরির রাজনীতি করবে।”
সভা শেষে ঢাকা মহানগর উত্তর এবি পার্টির সদ্য বিদায়ী আহ্বায়ক আলতাফ হোসাইন বলেন, “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন ফ্যাসিস্টরা রাজনৈতিক ঐক্যে ফাঁটল ধরাতে না পারে।”
উপস্থিত ছিলেন সুমাইয়া শারমিন ফারহানা, হাসান মাহমুদ শাহীন, আশরাফুল ইসলাম সুমন, শেখ মণি, ফয়সাল, তাসলিমা আক্তার রেবা, শামসুর নাহার রুপা, ফাতেমা সুলতানা জেরিন, আমিনা আজীম, গণি হোসেন, মাজিদুল ইসলাম, আবু আক্কাস নাদিম, মনজুরুল ইসলাম সাতচ্ছা, মুজাহিদুল ইসলাম, জুয়েল হাওলাদার, ইভানা শাহিন, পলি চৌধুরী।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র র জন ত ল ইসল ম
এছাড়াও পড়ুন:
‘আমাদের নতুন সংসার, সব স্বপ্ন ভেঙে গেল’
‘আমাদের নতুন সংসার। অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন ভেঙে গেল। এখন স্বামীকেই হারালাম। আমি টাকা চাই না, আপনারা আমার স্বামীকে এনে দেন।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার স্ত্রী নূপুর আক্তার (২২)।
সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের প্রয়াত হাবিদুল ইসলামের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ছোট ভগবানপুর গ্রামে মাতম চলছে।
রোববার বিকেলে গাইবান্ধা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছোট ভগবানপুর গ্রামে গিয়ে দেখা যায়, সবুজ মিয়ার বাড়িতে আহাজারি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দিতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় করছেন। সবুজের স্ত্রী নূপুর বারবার লুটিয়ে পড়ছেন।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী