এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ–ভারত ম্যাচ আজ। এ ম্যাচে ভারত পরিষ্কার ফেবারিট। প্রতিপক্ষের নাম বাংলাদেশ বলে ভারত ফেবারিট, তা নয়। বাংলাদেশের জায়গায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার হলেও ভারতই ফেবারিট থাকত। এ মুহূর্তে খাতা–কলমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেবারিট আর কোনো দল নেই।

এরপরও ভারত হারে, ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষরাও কখনো কখনো মুখ থুবড়ে পড়ে। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে, যেখানে হেরেছে মাত্র ৩ ম্যাচ। বাংলাদেশ দল আজ তিনকে চার বানাতে চাইবে।

কাজটা কতটা কঠিন, তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এশিয়া কাপে ভারত যে ম্যাচগুলো খেলেছে, সেগুলোর স্কোরবোর্ডে চোখ বুলিয়ে এলেই বুঝতে পারবেন। প্রশ্ন হলো, কঠিন এ ম্যাচে বাংলাদেশের কেমন একাদশ সাজাতে পারে?

ওপেনিং নিয়ে প্রশ্ন নেই। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম চারজন নিয়েই আসলে কোনো প্রশ্ন নেই। সর্বশেষ ম্যাচে সাইফ হাসান খেলেছেন ৬১ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ৬১ রানের ইনিংস সম্ভবত শুধু আজ ভারতের বিপক্ষে নয়, পুরো এশিয়া কাপেই সাইফের জায়গা নিশ্চিত করে দিয়েছে।

আজ কেমন খেলবেন সাইফ হাসান?.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা

পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মাসুদুর রহমান হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটির শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিল শেষে রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফিরছিলেন মাসুদুর রহমান। পথে মুসলিমপাড়া এলাকায় মুখ বাঁধা কয়েকজন ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বলেন, ‘কিছু দিন আগে দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি হয়। এ উপলক্ষে আমরা গতকাল রাতে আনন্দ মিছিল করি। মিছিল শেষে মাসুদুর রহমান বাসায় ফেরেন। কিছুক্ষণ পর তিনি আমাকে ফোন দিয়ে জানান, তাঁর ওপর হামলা হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করি।’

হামলার শিকার মাসুদুর রহমান বলেন, গতকাল রাতে উপজেলা থেকে ফেরার পথে মুখ বাঁধা কিছু ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। তাঁর ধারণা, কমিটিকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ হামলা হতে পারে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, মাসুদুর রহমানের ওপর হামলার অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ