ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ দিনের সব পরীক্ষা স্থগিত
Published: 27th, September 2025 GMT
শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামীকাল ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটের ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক-গবেষক বিশ্বসেরা গবেষকের তালিকায়১ ঘণ্টা আগেএর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছরের ছুটির তালিকা প্রণয়ন করা হয়। তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব উদ্যাপনের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুনথাইল্যান্ডে ফুল ফান্ডেড বৃত্তিতে মাস্টার্স ও পিএইচডির সুযোগ৭ ঘণ্টা আগেআরও পড়ুনতাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাস্টার্স ও পিএইচডির সুযোগ৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
চার দিনের ছুটিতে পুঁজিবাজার
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন পুঁজিবাজারে কার্যক্রম বন্ধ থাকবে, যা শুরু হবে বুধবার (১ অক্টোবর) থেকে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকছে। পরদিন বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর শুক্রবার (৩ অক্টোবর) ও শনিবার (৪ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে চার দিন দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকছে।
আরো পড়ুন:
প্রিফারেন্স শেয়ার, বন্ডের বিনিয়োগ সিআইবিতে রিপোর্ট করতে নির্দেশ
লভ্যাংশ দেবে না দুই কোম্পানি
ছুটি শেষে ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন শুরু হবে।
এদিন অন্যান্য সাধারণ সময়ের মতো অর্থাৎ সকাল ১০টায় লেনদেন শুরু হবে।
ঢাকা/এনটি/রাসেল