Risingbd:
2025-10-14@07:05:23 GMT

‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’

Published: 28th, September 2025 GMT

‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষকে প্রকাশিত হলো বর্তমান সময়ের সংগীতশিল্পী পিজিত মহাজনের নতুন গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। 

গানটির কথা লিখেছেন গীতিকবি শেখ নজরুল। সুর-সংগীতায়োজন, সংগীত নির্দেশনা এবং ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। প্রোডাকশন করেছে পি এম রেকর্ডস। সংগীতায়োজনে ছিলেন ওয়াহেদ শাহীন, মেন্ডোলিন বাজিয়েছেন পাবেল এবং দৃশ্যধারণ করেছেন রাহুল। 

আরো পড়ুন:

প্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজ

বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে, দুর্ভোগে হাজারো মানুষ

গানটির বিশেষত্ব সম্পর্কে পিজিত মহাজন বলেন, “পূজা আসলে নতুন গান ছাড়া কি পূজো জমে! প্রতিবারই আমি বিশেষ একটি সামাজিক বার্তা নিয়ে গান বাঁধার চেষ্টা করি। কখনো সামাজিক বৈষম্য দূর করার কথা, কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক। এবারের বার্তা—আমাদের দেশ ও মাতৃভূমি ভালো নেই, রাজনৈতিক অস্থিরতায় সবাই কষ্টে আছেন। তাই গানের মূল প্রতিপাদ্য ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’।” 

গানটিতে পিজিতের সঙ্গে আরো তিনজন কণ্ঠ দিয়েছেন। তা জানিয়ে এই শিল্পী বলেন, “আমার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিন মেধাবি শিল্পী—পলাশ, অথি ও পিয়া। নৃত্য পরিচালনা করেছেন শ্যামা ও তার টিম।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে ৭ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশসহ ৭ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার দশম দিন সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে ১টা পর্যন্ত পদ্মা নদীতে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে অনেক জেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করে সাজা দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে। জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় যাতে কোনো জেলে নদীতে মাছ ধরতে না পারেন, সেজন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

ঢাকা/তামিম/রফিক

সম্পর্কিত নিবন্ধ