পারলেন না ফাহাদ, জাতীয় দাবায় চ্যাম্পিয়ন নিয়াজ
Published: 1st, October 2025 GMT
৬০ বছর বয়সে পা রেখেছেন গত মে মাসে। এই বয়সেও জাতীয় দাবার শিরোপা জিতে নিলেন নিয়াজ মোরশেদ। আজ ৪৯তম জাতীয় দাবার প্রতিযোগিতায় শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তিনি দেখালেন, বয়স কোনো বাধা নয়।
শেষ দুই রাউন্ডে মাত্র আধা পয়েন্ট পেয়ে শিরোপা জিততে পারলেন না ফাহাদ রহমান। অথচ ১১ রাউন্ড পর্যন্ত তিনিই আধা পয়েন্ট এগিয়ে ছিলেন নিয়াজের চেয়ে। চতুর্থবারের মতো রানার্সআপ হয়ে তাঁকে খুশি থাকতে হয়েছে।
রাজধানীর শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে আয়োজিত টুর্নামেন্টে সব উত্তেজনা জমা ছিল শেষ রাউন্ডের জন্য। ধারণা করা হচ্ছিল, আজ শেষ রাউন্ডেও নিয়াজ মোরশেদ ও ফাহাদ রহমানের মধ্যে শিরোপা নির্ধারিত হবে না। দুজনই শেষ রাউন্ডে জিতবেন এবং পয়েন্ট সমান সাড়ে ১০ হবে দুজনের। ফলে দুজন পরদিন প্লে–অফে মুখোমুখি হবেন।
আরও পড়ুনবিশ্ব চ্যাম্পিয়ন হতে চান মনন০৯ আগস্ট ২০২৫তবে শেষ মুহূর্তে আবারও চাপের মুখে ভেঙে পড়লেন ফাহাদ। কক্সবাজারের রেটেড খেলোয়াড় মোহাম্মদ শাকের উল্লাহর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন এই আন্তর্জাতিক মাস্টার। অন্যদিকে রাউন্ডে সুব্রত বিশ্বাসকে হারাতে তেমন কষ্ট হয়নি নিয়াজের। তাঁর পয়েন্ট সাড়ে ১০, ফাহাদের সাড়ে ৯।
মোহাম্মদ শাকের উল্লাহর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (বাঁয়ে).উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ষ র উন ড
এছাড়াও পড়ুন:
বন্দরে রিমান্ড শেষে ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে আদালতে প্রেরণ
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ধৃত জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হানিফ কবির (৩৭)কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গত সোমবার (১০ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত রোববার (১৬ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয।
এর আগে গত রোববার (৯ নভেম্বর) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
রিমান্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা হানিফ কবির বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত রফিক সরদারের ছেলে।
জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।
পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।
পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেলা ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে।