বন্দরে গাঁজাসহ কুমিল্লার ২ নারী মাদক কারবারি বন্দরে গ্রেপ্তার
Published: 13th, October 2025 GMT
বন্দরে ২ কেঁজি গাঁজাসহ কুমিল্লার ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
ধৃতরা হলো সুদূর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শুভপুর এলাকার মৃত মনির আহম্মেদ মিয়ার মেয়ে মায়া বেগম (৪২) ও একই এলাকার মৃত আবু সামা মিয়ার মেয়ে আসমা বেগম (৩৩)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামতাল তদন্ত কেন্দ্রের সহকারি উপ পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(১০)২৫।
গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বাশার পেপার মিলের সামনে যাত্রীবাহী এশিয়া এয়ারকন পরিবহনে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই দুই নারী মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ উল্লেখিত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অস্ত্র কিংবা ছুরি নয়, ‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে ‘অভিনব’ কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি নয়, যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়। আনিছুল ইসলাম নগরের বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট।
আনিছুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নগরের চান্দগাঁও এলাকায় বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। ওই সময় গাড়িতে ওঠার জন্য লোকজনের ভিড় ছিল। ফলে বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন এবং চালকও তাঁর পাশে এক যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।
অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। ওই সময় চালক গাড়ি থামিয়ে ফেলেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলা যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। তখনই আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিকশা করে চলে যান তাঁরা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’