১৬ মাস চলছে! ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গর্ভাবস্থার রেকর্ড আমার...
Published: 17th, October 2025 GMT
তারকাদের কেউ বিয়ে করলেই শুরু হয় নতুন গুঞ্জন—মা হচ্ছেন কবে? সোনাক্ষী সিনহা মা হচ্ছেন, এমন গুজব তাঁর বিয়ের পর থেকেই শোনা যাচ্ছে। তবে সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে আবারও জোরালো হয় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে এবার আর চুপ থাকেননি অভিনেত্রী, বরং রসিকতার ছলে জবাব দিয়েছেন। যা নিয়ে সরগরম অন্তর্জাল।
যেভাবে গুজবের শুরু
সম্প্রতি রমেশ তৌরানির আয়োজন করা দেওয়ালি পার্টিতে লাল রঙের অনারকলি পোশাকে হাজির হয়েছিলেন সোনাক্ষী। হাতে ব্যাগ, মুখে হাসি—কিন্তু কিছু ছবিতে দেখা যায়, তিনি নাকি হাত রেখেছেন নিজের পেটের ওপর। এতেই শুরু হয় কানাঘুষা—‘সোনাক্ষী কি মা হতে যাচ্ছেন?’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হ্যাটট্রিকে পুসকাস ও ডি স্টেফানোকে মনে করালেন লেভা
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিক, লামিনে ইয়ামালের টানা তিন ম্যাচে গোল, মার্কাস রাশফোর্ডের জোড়া অ্যাসিস্ট—আক্রমণভাগের কাছ থেকে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এর চেয়ে বেশি হয়তো চাইতে পারতেন না। লা লিগায় কাল ফ্লিকের মন ভরিয়ে দেওয়ার মতো পারফর্মই করেছেন ফরোয়ার্ডরা।
নিজেদের মাঠ বালাইদোসে সেলতা ভিগো দুই দফা সমতা ফেরালেও শেষ পর্যন্ত বার্সার কাছে ম্যাচটা হেরেছে ৪–২ গোলে। কাল রাতেই আরেক ম্যাচে ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল হোঁচট খাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৩১, দুইয়ে উঠে আসা বার্সার ২৮। দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে।
চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন লেভানডফস্কি। ২ নভেম্বর লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও বদলি নেমে খেলেছেন মাত্র ১৬ মিনিট। ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষেও বদলি নেমেছিলেন। শতভাগ ফিট লেভা কাল সেলতার বিপক্ষে খেলেছেন শুরু থেকেই। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে করেন নিজের তৃতীয় ও দলের শেষ গোল।
লেভানডফস্কির তিন গোলের দুটিতে বলের জোগান দিয়েছেন মার্কাস রাশফোর্ড (ডানে)