মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে গেল। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভার করেছেন ৫ স্পিনার। এর অর্থ, ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে পেস বোলার হাত ঘোরালেন না ২২ গজে। এমন না যে তাদের একাদশে পেস বোলার ছিলেন না। জাস্টিন গ্রেভস একাদশে থাকলেও অধিনায়ক শেই হোপ তার হাতে বল তুলে দেননি।

১৯৭১ সালের ৫ জানুয়ারি ওয়ানডে ক্রিকেটের পথ চলা শুরু। মিরপুরে আজ হচ্ছে ৪৯১২তম আন্তর্জাতিক ম‌্যাচ। দীর্ঘ এই পথ পরিক্রমায় ওয়ানডে ক্রিকেটে এমন কোনো ম‌্যাচ হয়নি যেখানে কোনো পেসার এক ওভারও করেননি। ১৯৯৬ সালে এক ইনিংসে শ্রীলঙ্কা স্পিনারদের দিয়ে করিয়েছিল ৪৪ ওভার। আজ সেই রেকর্ড চুরমার করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভার করাল স্পিনারদের দিয়ে।

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ৫ বোলার

টি-টোয়েন্টিতে ৩৪ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতের ব্যাটার

একাদশে গ্রেভস থাকায় পেস বোলার বোলিংয়ে আসবেন এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ২২ গজে চমক হয়ে আসেন আলিক আথানজে। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন ডোমিনিকার ডানহাতি অফস্পিনার আথানজে। এর আগে তার ১৪ ওয়ানডেতে দুইবার বোলিং করেছিলেন। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ব্রিজটাউনে ১ ওভার। ২০২৪ সালে পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার।

মাত্র ৪ ওভার বোলিং করার অভিজ্ঞতা থাকা আথানজে আজ করলে ১০ ওভার। রান দিলেন মাত্র ১৪। উইকেট পেলেন ২টি। বোলিং স্পেলে ৫০টিই ছিল ডট। ১.

৪০ ইকোনমি নিয়ে যা ছিল দলের সেরা বোলিং। এছাড়া আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়ের ও গুদাকেশ মোতি মিলে করেছেন বাকি ৪০ ওভার।

গতকাল রাত আড়াইটায় বাংলাদেশে এসে পৌঁছান আকিল। মিরপুরের উইকেট দেখে তাকে দ্রুত উড়িয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। গভীর রাতে এসে আজ দুপুরে মাঠে নেমে পড়েন বাঁহাতি স্পিনার। ১০ ওভারে ৪১ রানে ২ উইকেট নেন তিনি।

আগে ব‌্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ২১৩ রান করেছে। ৭ ইনিংস পর বাংলাদেশ পুরো ৫০ ওভার ব‌্যাটিং করতে পারল। বাংলাদেশও এক পেসার নিয়ে মাঠে নেমেছে, মোস্তাফিজুর রহমান। এছাড়া নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন আছেন।

স্পিনে স্পিনে এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট, ৯১৩ ইনিংসে প্রথমবার

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার সাকিব আল হাসানের। দীর্ঘ এই ক্যারিয়ারে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ৮৭৯ ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এ সব ম্যাচে ৯১৩ বার ব্যাটিং করেছেন সাকিব। যার সর্বশেষটি আজ শারজায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। আর সেই ম্যাচে অভূতপূর্ব এক অভিজ্ঞতাই হলো সাকিবের। স্বীকৃত ক্রিকেটে আজই প্রথম রিটায়ার্ড আউট হয়েছেন সাকিব! আর সেটি কিনা আইএল টি–টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই।

শারজায় আজ সাকিবের এমআই এমিরেটস খেলেছে শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করেছে তাঁর দলই। সাকিব পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন ১০ ওভারের শেষ বলে মুহাম্মদ ওয়াসিমের বিদায়ের পর। ১৬তম ওভারের শেষ বলটি খেলার পর ১২ বলে ১৬ রান করা সাকিব উঠে যান। ব্যাটিংয়ে নামেন কাইরন পোলার্ড।

চোটে না পড়লে কেন সাকিব উঠে গেলেন? টেলিভিশন সম্প্রচারে মাইক হেইসম্যান জানালে কৌশলগত কারণেই সাকিবকে উঠিয়ে নিয়েছেন এমিরেটস। যার অর্থ সাকিব রিটায়ার্ড আউট। সানজামুল ইসলামের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হলেন সাকিব। ২০১৯ সালে ডিসেম্বরে বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে সানজামুল ব্যাটিংয়ে নামার পর কোনো বল খেলার আগেই তাঁকে তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সাকিবের দল জিতেছে ৪ রানে

সম্পর্কিত নিবন্ধ

  • এমএলএস কাপ জিতে কত টাকা পেলেন মেসিরা
  • রোকেয়া পদক পেয়ে ঋতুপর্ণা বললেন ‘এ পুরস্কার নারীদের আরও প্রেরণা জোগাবে’
  • বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
  • আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট, ৯১৩ ইনিংসে প্রথমবার