টানা ম্যাচ আর অনুশীলনের তীব্র চাপ আজকাল ফুটবলারদের জীবন অনেক কঠিন করে তুলেছে। কয়েক বছর ধরেই ফুটবলারদের চোটে পড়ার হার যেন বহুগুণ বেড়ে গেছে। প্রতি মৌসুমেই দলগুলোকে ক্লান্তির ধকল আর চোটের ‘বিষ-তির’ সামলে চলতে হয়। এই বাড়তি চাপ নিয়ে কোচ এবং খেলোয়াড়েরা বিভিন্ন সময়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করলেও পরিস্থিতি বদলায়নি।

বরাবরের মতো এবারও ইউরোপের বড় দলগুলো চোটের কারণে ভীষণভাবে ভুগছে। তবে এবার সবচেয়ে বেশি যে দলগুলো বিপদে পড়েছে তাদের মধ্যে ওপরের দিকেই আছে বার্সেলোনার নাম।

ট্রান্সফারমার্কেট-এর দেওয়া এই পরিসংখ্যান বলছে, বার্সেলোনা অবস্থান তালিকার পাঁচ নম্বরে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে শীর্ষ বিশ দলেরও বাইরে! এই দুর্ভাগ্যের পরিসংখ্যানে শীর্ষে থাকা দলটি টটেনহাম!

আরও পড়ুনদুই কোচের টানাটানির মধ্যে নতুন করে ইয়ামালের চোট০৪ অক্টোবর ২০২৫

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে এই মৌসুমে লিগ ম্যাচ মিসের সংখ্যার ভিত্তিতে তালিকাটি সাজানো হয়েছে। দেখা যাচ্ছে টটেনহামই এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্ভাগ্যের শিকার! এখন পর্যন্ত এই মৌসুমে থমাস ফ্র্যাঙ্কের দলের ১৫ জন খেলোয়াড় মোট ৯২টি লিগ ম্যাচ মিস করেছেন। এর মধ্যে দেয়ান কুলুসেভস্কি, জেমস ম্যাডিসন এবং ডমিনিক সোলাঙ্কের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরাও মাঠের বাইরে ছিলেন।  

চোটের কারণে বিপর্যয়ে পড়েছে ম্যানচেস্টার সিটিও.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিয়েবাড়িতে তারকাদের নাচ: পুরোনো ভিডিও ভাইরাল, কথা রাখেননি রণবীর

বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পীরাও সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়েবাড়িতে নাচতেন। গত বছর ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে নেচেছেন বলিউডের তাবড় তাবড় তারকারা। এ তালিকায় ছিলেন রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া ভাটও।

গত ২১-২২ নভেম্বর উদয়পুরে ভারতীয় শিল্পপতি রামা রাজু মান্টেনার কন্যা নেত্র মান্টেনার বিয়েতে নাচেন বলিউডের রণবীর সিং, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, কৃতি স্যাননের মতো তারকারা। তবে এতে ছিলেন না আলিয়া কিংবা রণবীর কাপুর। বিয়েবাড়িতে তারকাদের নাচের নানা মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফলে বিয়েবাড়িতে তারকাদের নাচের ব্যাপারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

আরো পড়ুন:

গুরুতর অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে সেলিনা জেটলির মামলা

২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি

২০১১ সালে টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন—টাকার বিনিময়ে বিয়েবাড়িতে নাচবেন তিনি। পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

এ ভিডিওতে কারণ ব্যাখ্যা করে রণবীর কাপুর বলেন, “আমি এটা করব না। কারণ আমি যে পরিবার থেকে এসেছি…। তবে এটাও বলছি, যারা এটা করেন আমি তাদের বিপক্ষে নই। কিন্তু আমি যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তার সঙ্গে এটা যায় না।”

প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির পুত্র রণবীর কাপুর। তার দাদা রাজ কাপুর আর পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র রণবীর।

টাকার বিনিময়ে বিয়েবাড়িতে নাচ করা আদৌ কী ভুল? শাহরুখ খানসহ অনেক অভিনেতা এটা করেছেন। এ বিষয়ে রণবীর কাপুর বলেন, “এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু টাকা আমার চালিকাশক্তি নয়। আমি বিলিয়ন-ট্রিলিয়ন টাকা কামাতে চাই না। আমি একজন অভিনেতা। আমার প্রেরণা আলাদা, আমার আবেগ আলাদা। বিয়েতে নেচে আমি নিজের চোখে নিজের মর্যাদা হারাতে চাই না; যেখানে লোকজন হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে আর খারাপ মন্তব্যও করতে পারে। আমি চাই না আমার পরিবারের কেউ এটা করুক। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এটা করব না।”

টাকার জন্য যদি বিয়েতে না নাচেন, তবে কি তারকাখ্যাতির সঙ্গে আপস করবেন? এমন প্রশ্নের জবাবে রণবীর কাপুর বলেন, “আমি তারকাখ্যাতি হারাব না। কিন্তু আমি ভাবতে চাই না যে, ‘আমি তারকা বলে যা খুশি তা করতে পারি এবং পার পেয়ে যাব।”

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ