এবার দাবি নিয়ে রাজধানীর সড়কে ইবতেদায়ি শিক্ষকেরা, যান চলাচল বন্ধ
Published: 22nd, October 2025 GMT
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন–প্রেসক্লাব সড়কে বসে অবস্থান নিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার বেলা পৌনে একটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে শিক্ষকেরা সড়কে বসে অবস্থান নিলে পল্টন–প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গত জানুয়ারিতে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন।
আন্দোলনের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। এ কারণে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আবার সড়কে নেমেছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।
অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবিতে টানা কয়েক দিন রাজধানীতে আন্দোলন করেছেন। আর এবার ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাস্তায় নামলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।
কিশোরগঞ্জের কটিয়াদির দশপাকিয়া থেকে আজ আন্দোলনে এসেছেন শিক্ষক নাইমা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘৪১ বছর ধরে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। সবাই নাটক করেছে। বাংলাদেশের এমন কোনো রাষ্ট্রপ্রধান নেই যে নাটক করেননি। আড়াই মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের ফাইল পড়ে আছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না।’
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবার তাঁদেরকে সড়কে আসতে হয়েছে। বিভিন্ন অজুহাত দিয়ে জাতীয়করণের কাজটা ঝুলিয়ে রাখা হয়েছে।
কাজী মোখলেছুর রহমান বলেন, ২৮ জানুয়ারি কারিগরি বিভাগের যুগ্ম সচিব মাসুদুর রহমান সরকারের পক্ষ থেকে ঘোষণা দেন, সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। অনেক মাস অতিবাহিত হয়ে গেল। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ তো দূরের কথা, এমপিওভুক্ত করা হয়নি। টালবাহানা শুরু হয়েছে।
গত জানুয়ারির ঘোষণা বাস্তবায়ন করে গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন এই শিক্ষকনেতা।
আরও পড়ুনবাড়িভাড়া বাড়ানোর পর শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের২১ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ত য করণ ন ইবত দ য় জ ত য়করণ করণ র
এছাড়াও পড়ুন:
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি
জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের নানা আশ্বাস সত্ত্বেও এখন পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষকরা অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যে দিন কাটাচ্ছেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, ‘‘আমরা বছরের পর বছর ধরে শিক্ষা দিয়ে যাচ্ছি, অথচ সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না। সরকার যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে, তাহলে বাধ্য হয়ে আমরা অনশনসহ কঠোর কর্মসূচিতে যাব।’’
তিনি অভিযোগ করে বলেন, ‘‘দেশের প্রায় ৬৫ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত, যারা প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ এই শিক্ষকরা বেতন–ভাতা থেকে শুরু করে কোনো সরকারি সহায়তা পান না।’’
অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া কয়েকজন শিক্ষক জানান, বেতন না পেয়ে অনেকেই জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন। শিক্ষার মান ধরে রাখতে তারা ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেও ক্লাস চালিয়ে যাচ্ছেন। তারা এই বৈষম্যের অবসান চান।
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংযুক্ত কওমি মাদ্রাসাগুলো ইতোমধ্যে নানা সুবিধা পেলেও, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখনো জাতীয়করণের বাইরে রয়ে গেছে বলে দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা ঘোষণা দেন—সরকার যদি দ্রুত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেয়, তবে তারা অনির্দিষ্টকালের জন্য অনশনসহ কঠোর আন্দোলনে নামবেন।
এ সময় শিক্ষকরা ‘শিক্ষক বাঁচাও, শিক্ষা বাঁচাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সকাল থেকে রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন এলাকায় শিক্ষক সমাবেশ চলায় যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা/এএএম//