উগান্ডায় একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ৪৬
Published: 22nd, October 2025 GMT
উগান্ডায় একটি প্রধান মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।
দুর্ঘটনার পরপরই উগান্ডা পুলিশ নিহতদের সংখ্যা ৬৩ জন বলে উল্লেখ করেছিল। পরবর্তীতে সংশোধন করে বলেছে, তারা ভুল করে অচেতন ও চিকিৎসীন আহতদের অন্তর্ভুক্ত করেছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে রাজধানী কাম্পালা থেকে গুলু যাওয়ার মহাসড়কে বিপরীত দিকে আসা দুটি বাস একটি লরি ও একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময় ‘মুখোমুখি’ হয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা এড়াতে বাস দুটির মধ্যে একটি উল্টে যায়, কিন্তু এতে ‘মুখোমুখি ও পার্শ্ব সংঘর্ষ’ ঘটে। এর ফলে ‘চেইন রিঅ্যাকশন’ হয়, যার ফলে অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, নিহতদের পাশাপাশি, দুর্ঘটনায় জড়িত যানবাহনের যাত্রী এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আহতদের পশ্চিমাঞ্চলীয় কিরিয়ান্দোঙ্গো শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উগান্ডার রাজধানী কাম্পালা ও উত্তরাঞ্চলীয় শহর গুলুর মধ্যেকার সড়কটি দেশটির অন্যতম ব্যস্ত মহাসড়ক।
দুর্ঘটনার পর, পুলিশ গাড়িচালকদের ‘বিপজ্জনক ও অসাবধান ওভারটেকিং’ এড়াতে অনুরোধ করেছে। এটি ‘দেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ’ বলে জানিয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ঘটন র
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত, আহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা যাচ্ছিল। টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।
ওসি মো. হেলালউদ্দিন জানান, মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।