ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
Published: 5th, December 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরো পড়ুন:
হাটহাজারীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১
কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল। পূর্ব শদরদী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান। আহত হন চারজন। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।”
ঢাকা/তামিম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত, আহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা যাচ্ছিল। টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।
ওসি মো. হেলালউদ্দিন জানান, মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।