বিশ্ববাজারে সোনার দাম আবার কিছুটা বেড়েছে। মূলত দুটি কারণে আজ সোনার দাম বেড়েছে। কারণ দুটি হলো—ডলারের দাম কমেছে এবং মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কিনতে আগ্রহী হয়েছেন।
আজ বুধবার সকালে স্পট গোল্ডের দাম হয়েছে প্রতি আউন্সে ৪,১৩৪ দশমিক ৩৭ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বেশি। মঙ্গলবার সোনার দাম এক দিনেই ৫ শতাংশের বেশি কমেছিল। যা ২০২০ সালের আগস্ট মাসের পর সবচেয়ে বড় পতন। অন্যদিকে ভবিষ্যতের বাজারের জন্য কেনা স্বর্ণের দামও বেড়েছে। আজ এই ধরনের প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলার।
এ দিকে শুক্রবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। যা ভবিষ্যতে সুদের হার নির্ধারণে প্রভাব ফেলবে। এসব বিষয়ও সোনার দামে প্রভাব পড়তে পারে।
স্টোনেক্স কোম্পানির জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসায় সোনার বাজার স্বাভাবিক ধারায় আসছে।
চলতি বছরে সোনার দাম প্রায় ৫৬ শতাংশ বেড়েছে। গত সোমবার এটি ইতিহাসের সর্বোচ্চ দাম প্রতি আউন্সে ৪,৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। দাম বাড়ার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং সুদের হার কমার প্রত্যাশা।
অন্য ধাতুগুলোর মধ্যে রুপার দাম বেড়ে হয়েছে প্রতি আউন্সে ৪৮ দশমিক ৮৪ ডলার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন ইংরেজি মাধ্যমের ৪২ শিক্ষার্থী
দেশের ২৩টি ইংরেজি মাধ্যম স্কুলের ৪২ জন মেধাবী শিক্ষার্থীর একাডেমিক সাফল্য উদ্যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় আয়োজিত হয় ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’।
২০২৫ সালের মে/জুন সেশনের কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডএক্সেলের (ও লেভেল/আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই) পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মানজনক পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্যের এক্সাম বোর্ডগুলোর পক্ষে ব্রিটিশ কাউন্সিল এ পরীক্ষা পরিচালনা করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের নিষ্ঠা ও সাফল্য উদ্যাপন করছি; একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যাঁরা এবার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি, তাঁদের প্রচেষ্টাও সমানভাবে গুরুত্বপূর্ণ; সামনে নিশ্চয়ই তাঁরা প্রচেষ্টার সুফল পাবেন। সব শিক্ষার্থীকে স্বপ্নপূরণের পথে অভিনন্দন ও শুভকামনা জানাই।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুনইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপের খোঁজ১১ ঘণ্টা আগেআয়োজনের মূল আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব। ৪২ শিক্ষার্থীকে তাঁদের অনন্য ফলের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন এক্সাম বোর্ডের প্রতিনিধি। অনুষ্ঠানের অন্য অতিথিদের মধ্যে ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা; পিয়ারসন এডএক্সেল বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস; পিয়ারসন এডএক্সেল বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা এবং অক্সফোর্ড একিউএর কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা। বিজ্ঞপ্তি
আরও পড়ুনব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন মারিয়া রেহমান১৫ অক্টোবর ২০২৫