রাঙামাটির বরকলে অজগরের পেটে ছাগল
Published: 23rd, October 2025 GMT
রাঙামাটির বরকল উপজেলার এরাবুনিয়া এলাকায় রোকন মিয়ার পোষা ছাগলটি বাড়ির পাশের বনে ঘাস খাচ্ছিল। হঠাৎ করে বনের ভিতর থেকে বিভিন্ন পশুপাখির আওয়াজ আসতে থাকে। জোর আওয়াজে বিচলিত হয়ে রোকন মিয়াসহ বাড়ির লোকজন ছুটে গিয়ে বনের দিকে।
দৃশ্য দেখে তাদের চোখ কপালে উঠে যাওয়ার দশা! একটি বিশাল অজগর তাদের ছাগলটি সম্পূর্ণ গিলে ফেলে পড়ে আছে পাটপাট হয়ে। নড়ার কোনো ক্ষমতাও নেই তার।
এসময় রোকন মিয়া ও প্রতিবেশিরা মিলে সাপটিকে ধরে এরাবুনিয়া বাজারে নিয়ে গেলে বিপুল পরিমাণ উৎসুক মানুষের সমাগম হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা সাপটিকে নিয়ে যায়। তবে সাপের পেট থেকে ছাগলটিকে বের করা সম্ভব হয়নি। বুধবার (২২ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভূষণছড়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল সালাম বলেন, ‘‘এর আগে এই এলাকায় এত বড় অজগর দেখা যায়নি। অজগরটি প্রায় ১৮ ফুট লম্বা ছিল।’
রাঙামাটি বন বিভাগের বরকল রেঞ্জের সহকারী রেঞ্জার মো.
ঢাকা/শংকর/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাঙামাটির বরকলে অজগরের পেটে ছাগল
রাঙামাটির বরকল উপজেলার এরাবুনিয়া এলাকায় রোকন মিয়ার পোষা ছাগলটি বাড়ির পাশের বনে ঘাস খাচ্ছিল। হঠাৎ করে বনের ভিতর থেকে বিভিন্ন পশুপাখির আওয়াজ আসতে থাকে। জোর আওয়াজে বিচলিত হয়ে রোকন মিয়াসহ বাড়ির লোকজন ছুটে গিয়ে বনের দিকে।
দৃশ্য দেখে তাদের চোখ কপালে উঠে যাওয়ার দশা! একটি বিশাল অজগর তাদের ছাগলটি সম্পূর্ণ গিলে ফেলে পড়ে আছে পাটপাট হয়ে। নড়ার কোনো ক্ষমতাও নেই তার।
এসময় রোকন মিয়া ও প্রতিবেশিরা মিলে সাপটিকে ধরে এরাবুনিয়া বাজারে নিয়ে গেলে বিপুল পরিমাণ উৎসুক মানুষের সমাগম হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা সাপটিকে নিয়ে যায়। তবে সাপের পেট থেকে ছাগলটিকে বের করা সম্ভব হয়নি। বুধবার (২২ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভূষণছড়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল সালাম বলেন, ‘‘এর আগে এই এলাকায় এত বড় অজগর দেখা যায়নি। অজগরটি প্রায় ১৮ ফুট লম্বা ছিল।’
রাঙামাটি বন বিভাগের বরকল রেঞ্জের সহকারী রেঞ্জার মো. আনোয়ার হোসেন বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বরকল রেঞ্জে পর্যবেক্ষণে রাখা হয়। সন্ধ্যায় সাপটিকে বরকল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়। তবে সাপটিকে টানাহেঁচড়া করার কারণে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। সাপটি যেখানে অবমুক্ত করা হয়েছে সেখানে স্থির হয়ে আছে, আমরা সাপটিকে পর্যবেক্ষণে রেখেছি।”
ঢাকা/শংকর/এস