নরসিংদীতে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই
Published: 23rd, October 2025 GMT
নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় সড়ক উন্নয়ন কাজের সময় রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই কাজ চলছে। এতে প্রতিদিনই ঝুঁকির মধ্যে পড়ছেন পথচারী, স্কুল শিক্ষার্থী, মোটরসাইকেল চালক ও রিকশা আরোহীরা। এ অবস্থায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বীরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে শংকর সাহার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করছে নরসিংদী পৌরসভা। তবে সড়কের মাঝখানে ছয়টি বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই কাজ চলছে। খুঁটিগুলোর অবস্থান এমন যে, যানবাহন ও পথচারীদের রাস্তা ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদুল হাকিম বলেন, “রাস্তার মাঝখানে খুঁটি রেখে রাস্তার এ কেমন উন্নয়ন হচ্ছে। এটুকু অংশেই রয়েছে ছয়টি খুঁটি। রাতে আলো কমে গেলে কেউ খুঁটি দেখতে না পেয়ে ধাক্কা খাচ্ছে। গাড়ি চললে বড় দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে? প্রশাসন যদি দ্রুত এগুলো না সরানো হয়, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
অপর বাসিন্দা রোজিনা বেগম বলেন, “এই রাস্তা দিয়েই স্কুলের বাচ্চারা যায়। প্রতিদিন ভয় লাগে- কখন কী হয়! খুঁটি না সরালে কোনো কাজ হবে না। এমন রাস্তা করে কি লাভ, যেখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে!”
চালক জসিম মিয়া জানান, পৌরসভা উন্নয়ন কাজ শুরু করলেও বিদ্যুতের খুঁটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি। ফলে উন্নত সড়ক ব্যবহারের আগেই সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় ঢালাই চলছে, তার মাঝেই খুঁটি। মোটরসাইকেল চালাতে গিয়ে ভারসাম্য রাখতে কষ্ট হয়। আর এখানে ছয়টি খুঁটি ১০০% ঝুঁকি রয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বিপদ অনিবার্য।”
এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মো.
ঢাকা/হৃদয়/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘বেহুলার বাসরঘর’ এখন যেমন
২ / ৯প্রত্নতাত্ত্বিক খননে গোকুল মেধে ১৭২টি কুঠুরি বা কক্ষের সন্ধান পাওয়া গেছে