চালু হলো প্যাসিফিকের সাত কারখানা, নিরাপত্তা জোরদার
Published: 23rd, October 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস গ্রুপের সাতটি কারখানা আজ বৃহস্পতিবার থেকে আবার চালু হয়েছে। কারখানায় হামলা ও কর্মপরিবেশের অবনতির কারণে ১৬ অক্টোবর এসব কারখানা বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। প্রশাসনের আশ্বাস ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর আজ থেকে এসব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সাত দিন বন্ধ থাকার পর আজ কারখানাগুলো চালু হওয়ায় এসব কারখানার আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাময়িক বন্ধের পর আজ বৃহস্পতিবার থেকে প্যাসিফিক গ্রুপের যে সাত কারখানায় আবারও উৎপাদন শুরু হয়েছে, সেগুলো হলো প্যাসিফিক জিনস, জিনস ২০০০, ইউনিভার্সেল জিনস, এনএইচটি ফ্যাশন, প্যাসিফিক অ্যাকসেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার ও প্যাসিফিক অ্যাটায়ার্স। এর মধ্যে প্যাসিফিক জিনসের কারখানা দুটি ও ইউনিভার্সেল জিনসের ইউনিট চারটি। এসব কারখানায় প্রায় ৩৫ হাজার শ্রমিক কাজ করেন। আজ থেকে তাঁরা কাজে ফিরেছেন।
১৪ অক্টোবর থেকে প্যাসিফিক গ্রুপের কয়েকটি ইউনিটের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরদিন তাঁরা বেপজা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। ১৬ অক্টোবর বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ অবস্থায় সেদিন রাতেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে প্যাসিফিক গ্রুপ।
গত এক বছরে এই কারখানায় অন্তত তিনবার শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে শ্রমিক বিক্ষোভের ঘটনা নিয়ে তদন্ত চলছে। দেশের অন্যতম রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠানটিতে বহিরাগতদের কোনো ইন্ধন আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আরও কিছুদিন পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানা গেছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, যত দিন পর্যন্ত কারখানার পরিবেশ শঙ্কামুক্ত মনে না হবে, তত দিন সেখানে অতিরিক্ত পুলিশ থাকবে। এরপর নিয়মিত টহল কার্যক্রম থাকবে। আর অতিরিক্ত পুলিশ তুলে নেওয়া হবে। প্রথম দিন কারখানায় আনন্দের সঙ্গে কাজ করেছেন শ্রমিকেরা।
বাংলাদেশ থেকে প্রথম জিনস রপ্তানির নেপথ্যের কারিগর ছিলেন চট্টগ্রামের উদ্যোক্তা প্রয়াত এম নাসির উদ্দিন। তিনি প্যাসিফিক জিনস প্রতিষ্ঠা করেন। বর্তমানে জিনসের পাশাপাশি নিট ও কাজের পোশাক (ওয়ার্কওয়্যার) রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। গ্রুপটির রপ্তানি পণ্যের মধ্যে ৯১ শতাংশই জিনস প্যান্ট। বিশ্বের ৪৪টি দেশে তাদের পোশাক রপ্তানি হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা
১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আগের হিসাব পাল্টানোর স্বপ্ন ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের।
তবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচের প্রথমার্ধে সেই স্বপ্নে আপাতত ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন ঋতুপর্ণা-আফঈদারা।
বাংলাদেশ নারী দল এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে। সেই ম্যাচে ৯–০ গোলের বড় হার দেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ এক যুগ পর আবারও মুখোমুখি দুই দল।
ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা ফল জানার। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমার্ধেই স্বাগতিকরা এগিয়ে গেছে এক গোল করে।
এ ম্যাচ দিয়েই সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল।
একই সঙ্গে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হলো এই প্রীতি ম্যাচ দিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম, বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। ম্যাচের আগে গোলকিপার রুপনা চাকমা বলেছিলেন, ‘অবশ্যই সেরাটা দিতে চাই, আমাদের লক্ষ্য জেতা।’