নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার  (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর, বক্তারকান্দি, আমান মার্কেট, কুড়েরপাড়,ক্রোকের চর, এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে দাঁড়িপাল্লা প্রতীক সহ ইসলামিক দলগুলোর জন্য ভোট ও দোয়া চান।

গণসংযোগকালে মাওলানা আব্দুল জব্বার বলেন, আলীরটেক ও বক্তাবলী বাসীর দীর্ঘ দিনের চাওয়া একটি সেতু আমরা দলমত নির্বিশেষ সকলের ঐক্য প্রচেষ্টায় সেতু নির্মাণে জোরালো ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ  “আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিচ্ছি।

মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়। দাঁড়িপাল্লা প্রতীক ইসলামের প্রতীক, শান্তির প্রতীক। জামায়াত নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শোষণমুক্ত একটি সমাজ গড়ব।”

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য লোককে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।”

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের উপস্থিতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে দাঁড়িপাল্লা মার্কার  স্লোগানে স্লোগানে মুখরিত  স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু,, সেক্রেটারি আলী আহম্মাদ সহ দুই শতাধিক নেতাকর্মী তারা মাওলানা আব্দুল জব্বারের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের কাছে দাঁড়িপাল্লা  প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন ত কর ম গণস য গ ইসল ম

এছাড়াও পড়ুন:

না’গঞ্জের দু’টি হাসপাতালে শিল্পপতি বাবুলের ডেঙ্গু কীট বিতরণ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে  নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপর চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার কীট, ডোবা পরিস্কার, মশক ওষুধ ছিটানো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে খানপুর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা তত্বাবধায়ক ডা. আবু বাশারের হাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তের জন্য ১২০০ পিছ কিট তুলে দেন বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুল। এ ছাড়া শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালেও ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেন।

এ সময় মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনুসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের ভেতরে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের ভবনে জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। পরে আবু জাফর আহাম্মেদ বাবুল হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, আল্লাহর ইচ্ছায় ভোটারদের ভোটে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ করা এবং হৃদরোগ ইনস্টিটিউট করা। এই হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ২ জন সেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার কিট প্রয়োজনে আরো সরবরাহ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলাম হতে হবে মদীনার ইসলাম, সেটা জামায়াতে ইসলাম না : মনির হোসাইন কাসেমী
  • বিএনপি নেতা কবির হোসেনের মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক 
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা কবির হোসেনের মায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত
  • সরকারী প্রাইমারি স্কুলের ২২ গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান
  • নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শ্যামা পূজার বিসর্জন সম্পন্ন
  • শনিবার ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট খেলা 
  • আমলাপাড়া সার্বজনীন কমিটির চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র উদ্যোগে দোয়া  
  • না’গঞ্জের দু’টি হাসপাতালে শিল্পপতি বাবুলের ডেঙ্গু কীট বিতরণ