উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত: সুস্থ হয়ে বাড়ি ফিরল সাইয়েবা
Published: 26th, November 2025 GMT
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন সাইয়েবা (১১) নামে আরো এক শিশু শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এখনো ভর্তি রয়েছে একজন। এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জনের মৃত্যু হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
তিনি বলেন, “সাইয়েবা নামে এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
সাইয়েবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়। তার পিতা জহিরুল ইসলাম।
উল্লেখ্য, গত (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
ঢাকা/বুলবুল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে
২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনকর্নেল বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্স, জেনে নিন সব তথ্য৫ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডেরর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন২৫ নভেম্বর ২০২৫আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ২৪ নভেম্বর ২০২৫