পল্টনে সিআইডির ডরমিটরি থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 10th, December 2025 GMT
রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরি থেকে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আফতাব উদ্দিন রিগান (৩৭)। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান প্রথম আলোকে বলেন, আজ বুধবার সকালে আফতাব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আফতাব উদ্দিন এক মাস ধরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরিতে ছিলেন। তিনি প্রশিক্ষণের জন্য সেখানে আসেন। আফতাব আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি ৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআইয়ের ট্রেনিং শেষে ২০১৭ সালে পুলিশে যোগ দেন। আফতাবের বাড়ি মৌলভীবাজার জেলায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফত ব
এছাড়াও পড়ুন:
সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ
ঢাকার পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ট্রেনিং সেন্টার থেকে সাইফুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ট্রেনিং সেন্টারের অভ্যন্তরে অবস্থিত একটি অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এসআই সাইফুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পরপরই সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আত্মহত্যার পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই সাইফুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/এমআর/ইভা