Prothomalo:
2025-11-26@08:08:47 GMT

জোছনায় জলঝিঁঝি

Published: 26th, November 2025 GMT

ডোডো

কষ্টগুলো পাখির মতন পোষা ছিল
ডানা ঝাপটে উড়ে গেল, শীত থেকে শীতে,
তোমারও অনেক পাখি ছিল, পোষা ছিল,
পাঁজরখাঁচায় পুষে কারে ছেড়ে দিলে?
সেই পাখি বনে বনে নীড় খুঁজে যায়

আমরা ছিলাম ডোডো পাখি মরিশাসে
মানুষ দেখলে ছুটে যেতাম তাদের কাছে
একদিন মরে গেছি, ভেসে গেছি জলে—
জেনে গেছি স্পর্শে প্রেম ফিকে হয়ে আসে

প্রেমের নেশা

তার চোখে ঘুম লেগে আছে
প্রচণ্ড প্রেমের নেশা করেছে সে,
যত দীর্ঘ শীতরাত, তার চেয়ে
দীর্ঘ রাত নামে তার চোখে,
বাদুরের ডানার মতন ভাঁজ খুলে
উড়ে যায় ঘুম, তার শীৎকার
রোদ হয়ে মিশে যায় কুয়াশায়
ম্রিয়মাণ নিবু নিবু আলো

সুদান

সুদান, সুগন্ধী কালো ফুল,
জোছনা বিছানো বালুপথে
থরে থরে পড়ে আছ তুমি,
পাপড়ি আঁকড়ে ধরে আছে
ফুলপ্রেমী পতঙ্গের দল—

সামান্য বাতাসে উড়ে রেণু,
সেই রেণু সাহারার পথে
লাল বালুঝড় হয়ে বয়—
সুদান, সুন্দর ফুল তুমি,
তোমাকে কামড়ে ধরে আছে
মৌপোক, ভ্রমর, মাকড়েরা.

..

জলঝিঁঝি

কাঁঠালচাঁপার মৃদু ঘ্রাণ চেটেপুটে খাই
ফুলের সুবাস ছুঁয়ে যায় আলজিব অবধি
আজন্ম মৌপোক জেনে তবু তুমি
প্রসারিত করে দিলে তোমার পাপড়িগুচ্ছ,

বুকে শুনি শুকনো ক্যাকটাস হাহাকার করে,
তবু বেদুইনের চোখ পেয়েছে তোমার
গহিনে লুকোনো এক মরুব্যাঙের মুখে
পানীয় জলের খোঁজ,

আমরা দুজন কোনো ম্যানগ্রোভ বনের
কাদামাটির ভেতর ঢুকে আছি,
আমাদের শরীরে নোনাজলের স্রোত,
জোছনায় আমরা দুজন জলঝিঁঝি হয়ে
একটি দীর্ঘ সুরের মতন পড়ে আছি...

সূর্য

মোরগ হত্যাকে আমি পাপ মনে করি, মনে লয়
আমার পালিত সেই মোরগের সঙ্গে হয়তো আবার
দেখা হবে স্বর্গে, হবে অতিকায় মোরগ সে এক,
তার পিঠে চেপে আমি পাড়ি দেব আগুনের নদী—
পৃথিবীতে আকাশে সূর্যকে ডেকে এনেছে সে

পৃথিবীর সব পাখি যপে সূর্যদেবতার নাম,
পাখিকে নমস্য জানি, একদিন তাদের ডানায়
ভর করে সরীসৃপ জীবনে মিটবে উড়ো-স্বাদ,
প্রজাপতি, ভ্রমরের কাছে ফুল জানায় মিনতি
যে জীবন ঝরে যায় পাপড়ির জৌলুশ হারিয়ে
তারে যেন নতুন প্রাণের দেয় তারা স্পন্দন,
ফুলেরা পূজারী আজও সূর্যদেব আমুনের—

সূর্যমুখীবনে আমি ক্রন্দন শুনেছি পূর্ণগ্রাসে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনকর্নেল বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্স, জেনে নিন সব তথ্য৫ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডেরর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন২৫ নভেম্বর ২০২৫আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ২৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ